উন্নত পল্লী উন্নত দেশ বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে মাগুরায় দরিদ্র মহিলাদের জন সম্বনিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো)-২য় পর্যায় কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণের আয়োজন করা হয়।
রবিবার ২৭ জুন ১১ টার সময় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) মাগুরা সদর, মাগুরা এর আয়োজনে রাউতাড়া এইচ এন স্কুল এন্ড কলেজ হলরুমে সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণে সভাপতিত্ব করেন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার দেবাশীষ কুমার দাশ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন রাউতাড়া এইচ এম হৃদয়নাথ স্কুল এন্ড কলেজ প্রধান শিক্ষক তপন কুমার পাল। বিশেষ অতিথির আসনে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম, হাজরাপুর ইউনিয়ন চেয়ারম্যান মো. কবির হোসেন সহ বিআরডিবি কর্মকর্তা ও কর্মচারি বৃন্দগণ।
অতিথি বক্তাগণ বলেন, স্কুলের কিশোরী শিক্ষার্থীগণ সংঘবদ্ধ হয়ে সামাজিক সচেতনতামূলক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে বাল্য বিবাহের কুফল, নারী নির্যাতন, যৌতুক ও ইভটিজিং প্রতিরোধে সক্ষমতা অর্জন করা। এছাড়াও মোবাইল ফোনের অপব্যবহার বন্ধ করার বিষয়ে কিশোরীদের জানানো হয়। প্রশিক্ষণ অনুষ্ঠানের শেষে অতিথিগণ ১০০ শত জন ছাত্রীর মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন।
প্রিন্ট