ঢাকা , বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

মাগুরাতে পিস্তলসহ আটক ৪

রনি আহমেদ রাজুঃ

 

মাগুরা সদর উপজেলার মীরপাড়া এলাকায় সেনাবাহিনীর যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্রসহ নয়ন, শাওন, মৌশান ও তুষারকে আটক করা হয়েছে।

 

২২ এপ্রিল রাত ০৪:০০ ঘটিকার সময় গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, মাগুরা মীরপাড়া এলাকায় নয়ন হোসেনের বাড়িতে অস্ত্র মজুদ রয়েছে। এমন সংবাদের ভিত্তিতে তৎক্ষণাৎ বিএ-৭৩৩২ লেফটেন্যান্ট কর্নেল আনন্দ মোস্তফা মিশু, পিএসসি, অধিনায়ক, ১৪ বীর-এর সার্বিক নেতৃত্বে উক্ত এলাকায় অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযানটি পরিচালিত হয় সেনাবাহিনীর একটি চৌকস দল ও পুলিশের একটি চৌকস দল দ্বারা। অভিযানে আটক হন:

১। নয়ন হোসেন (৩০)
২। শাওন শেখ (২৮), পিতা: বাবু শেখ
৩। মৌশান শেখ (২৮), পিতা: জাহিদ মিয়া
৪। মোঃ তুষার শেখ (৪২), পিতা: মৃত আহাম্মদ শেখ

সকলেই মীরপাড়া, থানা ও জেলা: মাগুরার বাসিন্দা। অভিযানের সময় তাদের নিকট থেকে জব্দ করা হয়:

ওয়ান শুটার গান: ০২টি

ওয়ান শুটার গানের কার্তুজ: ১৫ রাউন্ড

রামদা: ০১টি

চাইনিজ কুড়াল: ০১টি

চাপাতি: ০১টি

দা: ০২টি

এলোমেলো অবস্থায় রাখা অস্ত্রগুলোসহ অভিযুক্তদের গ্রেফতার করা হয়।

 

বিএ-৭৩৩২ লেফটেন্যান্ট কর্নেল আনন্দ মোস্তফার কাছে অভিযানের বিষয়ে জানতে চাইলে তিনি “সময়ের প্রত্যাশা”কে জানান, “গোয়েন্দা তথ্য আসে যে মাগুরা সদর উপজেলার মীরপাড়া এলাকায় নয়ন হোসেনসহ কয়েকজন অস্ত্র নিয়ে অবস্থান করছে। এই তথ্য পাওয়ার পরপরই আমি সেনাবাহিনীর একটি চৌকস দল ও পুলিশের একটি বিশেষ দল নিয়ে রাত ০৪:০০ থেকে সকাল ০৭:০০ পর্যন্ত শ্বাসরুদ্ধকর অভিযান পরিচালনা করি এবং দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্রসহ অভিযুক্তদের আটক করতে সক্ষম হই।”

 

তিনি আরও বলেন, “আমরা সেনাবাহিনী দেশের জনগণের জানমাল ও সরকারি সম্পদ রক্ষার্থে এ ধরনের অভিযান অব্যাহত রাখব।”

অভিযানে গ্রেফতারকৃত আসামিদের জব্দকৃত মালামালসহ মাগুরা সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

মাগুরাতে পিস্তলসহ আটক ৪

আপডেট টাইম : ১০ ঘন্টা আগে
রনি আহমেদ রাজু, জেলা প্রতিনিধি মাগুরা :

রনি আহমেদ রাজুঃ

 

মাগুরা সদর উপজেলার মীরপাড়া এলাকায় সেনাবাহিনীর যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্রসহ নয়ন, শাওন, মৌশান ও তুষারকে আটক করা হয়েছে।

 

২২ এপ্রিল রাত ০৪:০০ ঘটিকার সময় গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, মাগুরা মীরপাড়া এলাকায় নয়ন হোসেনের বাড়িতে অস্ত্র মজুদ রয়েছে। এমন সংবাদের ভিত্তিতে তৎক্ষণাৎ বিএ-৭৩৩২ লেফটেন্যান্ট কর্নেল আনন্দ মোস্তফা মিশু, পিএসসি, অধিনায়ক, ১৪ বীর-এর সার্বিক নেতৃত্বে উক্ত এলাকায় অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযানটি পরিচালিত হয় সেনাবাহিনীর একটি চৌকস দল ও পুলিশের একটি চৌকস দল দ্বারা। অভিযানে আটক হন:

১। নয়ন হোসেন (৩০)
২। শাওন শেখ (২৮), পিতা: বাবু শেখ
৩। মৌশান শেখ (২৮), পিতা: জাহিদ মিয়া
৪। মোঃ তুষার শেখ (৪২), পিতা: মৃত আহাম্মদ শেখ

সকলেই মীরপাড়া, থানা ও জেলা: মাগুরার বাসিন্দা। অভিযানের সময় তাদের নিকট থেকে জব্দ করা হয়:

ওয়ান শুটার গান: ০২টি

ওয়ান শুটার গানের কার্তুজ: ১৫ রাউন্ড

রামদা: ০১টি

চাইনিজ কুড়াল: ০১টি

চাপাতি: ০১টি

দা: ০২টি

এলোমেলো অবস্থায় রাখা অস্ত্রগুলোসহ অভিযুক্তদের গ্রেফতার করা হয়।

 

বিএ-৭৩৩২ লেফটেন্যান্ট কর্নেল আনন্দ মোস্তফার কাছে অভিযানের বিষয়ে জানতে চাইলে তিনি “সময়ের প্রত্যাশা”কে জানান, “গোয়েন্দা তথ্য আসে যে মাগুরা সদর উপজেলার মীরপাড়া এলাকায় নয়ন হোসেনসহ কয়েকজন অস্ত্র নিয়ে অবস্থান করছে। এই তথ্য পাওয়ার পরপরই আমি সেনাবাহিনীর একটি চৌকস দল ও পুলিশের একটি বিশেষ দল নিয়ে রাত ০৪:০০ থেকে সকাল ০৭:০০ পর্যন্ত শ্বাসরুদ্ধকর অভিযান পরিচালনা করি এবং দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্রসহ অভিযুক্তদের আটক করতে সক্ষম হই।”

 

তিনি আরও বলেন, “আমরা সেনাবাহিনী দেশের জনগণের জানমাল ও সরকারি সম্পদ রক্ষার্থে এ ধরনের অভিযান অব্যাহত রাখব।”

অভিযানে গ্রেফতারকৃত আসামিদের জব্দকৃত মালামালসহ মাগুরা সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


প্রিন্ট