আরিফুল ইসলাম জয়ঃ
কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলা আওয়ামী লীগের দীর্ঘদিনের সভাপতি আলহাজ্ব শাহজাহান সীরাজকে আজ কুড়িগ্রাম জেলা জজ কোর্টে আত্মসমর্পণ করে জামিন আবেদন করতে গেলে আদালত তার জামিন নামঞ্জুর করেন। পরে তাকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়।
শাহজাহান সীরাজ ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের দেওয়ানের খামার এলাকার কলেজ রোডের বাসিন্দা। তিনি বহু বছর ধরে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় থেকে উপজেলার সভাপতি পদে দায়িত্ব পালন করে আসছিলেন।
জানা যায়, গত ২০২৪ সালের ৪ আগস্ট আন্দোলনরত ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। মামলায় অভিযোগ রয়েছে, তিনি এই হামলার মূল পরিকল্পনাকারী এবং নির্দেশদাতা ছিলেন। ঘটনায় ছাত্র ও সাধারণ জনগণের অনেকে আহত হন, যার কারণে এলাকাজুড়ে চরম উত্তেজনা সৃষ্টি হয়।
এছাড়াও, সভাপতির দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে টেন্ডার বাণিজ্য, পদ বিক্রি, এবং দলীয় প্রতীকে চেয়ারম্যান মনোনয়নের ক্ষেত্রে আর্থিক লেনদেনসহ একাধিক অভিযোগ উঠেছিল। স্থানীয়দের অভিযোগ, তিনি তার রাজনৈতিক প্রভাব খাটিয়ে নানা অপকর্মে লিপ্ত ছিলেন এবং দলের ভিতরে স্বজনপ্রীতির মাধ্যমে ক্ষমতা কুক্ষিগত করেন।
আজ আদালতের নির্দেশে তাকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়, যা ভূরুঙ্গামারী রাজনীতিতে একটি বড় ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।
প্রিন্ট