“ শেখ হাসিনার মূলনীতি,গ্রাম শহরের উন্নতি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পৌরসভার ২০২২-২৩ ইং অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে সংবাদ সম্মেলনের মাধ্যমে ২৪ কোটি ৫৯ লাখ ৯১ হাজার ৩০৯ টাকার বাজেট ঘোষণা করেন পৌরসভার মেয়র সাইফুর রহমান। বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে ২৪ কোটি ৫৬ লাখ ৪৯ হাজার ৩০৯ টাকা । বাজেট উদ্বৃত্ত ধরা হয়েছে চার লাখ ৮৪ হাজার ৬২৯ টাকা ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুর রউফ তালুকদার, সাধারণ সম্পাদক ( ভারপ্রাপ্ত) আব্দুল আলিম সুজা, উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, নারী ভাইচ চেয়ারম্যান লায়লা পারভিন, আ’লীগ দপ্তর সম্পাদক সেলিম রেজা, পৌরসভার সহকারী প্রকৌশলী শরিফুল ইসলাম, পৌর নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, প্রেসক্লাব সভাপতি সেকেন্দাল আলম, সাধারণ সম্পাদক আলমগীর কবীরসহ পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারী,বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, মুক্তিযোদ্ধা ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী- পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আরও পড়ুনঃ ক্ষতিগ্রস্ত রাস্তার মেরামতের উদ্যোগ নিলেন ইউপি চেয়ারম্যান ফকির মোহাম্মদ বেলায়েত হোসেন
পৌরসভার মেয়র সাইফুর রহমান বলেন, আলফাডাঙ্গা পৌরসভায় ভোট দিয়ে আমাকে প্রথম মেয়র বানিয়েছেন। আমি সর্বাত্মক চেষ্টা করেছি পৌরসভার উন্নয়ন করতে। এই উন্নয়নের জন্য ‘গ’ শ্রেণীর পৌরসভা থেকে আলফাডাঙ্গা পৌরসভা এখন ‘খ’ শ্রেণীতে উত্তির্ণ হয়েছে। আগামীতে আপনাদের সামর্থন পেলে এ পৌরসভা একটি মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলবো। আপনারা আমার জন্য দোয়া করবেন।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি পৌর কাউন্সিলর খান মিজানুর রহমান।
প্রিন্ট