ঢাকা , বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

পাকাঘড়ে থাকব স্বপ্নেও ভাবিনি

জীবনে অনেক দুঃখ কষ্ট করেছি, ঝড়বৃষ্টি ও বাদলের পাশাপাশি ভয়ভীতি ছিল সাপ ও বিচ্ছুর । ভাসমান জীবনে মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমণÍ্রী শেখ হাসিনার ভ’মিহীন ও গৃহহীনদেও জন্য আশ্রযন ২ প্রকল্পের উপহার এই বাড়ী আমার অনেক বড় পরিচয় অনেক বড় শক্তি।

কথাগুলো বলছিলেন নওগাঁ জেলার আত্রাই উপজেলার ১ নং শাহাগোলা ইউনিয়নের অন্তরগত মির্জাপুর গ্রামের প্রতিবন্ধি নাজিমউদ্দিন (৬৫) গতকাল শনিবার বলেন তার বদলে যাওয়া জীবনের কাহিনী।নানা বঞ্চনার মধ্যে আশ্রয়নের আলো তাদের জীবনে এনে দিয়েছে সুখের দোলা।

প্রতিবন্ধি নাজিমউদ্দিন বলেন জীবনে সপ্নেও ভাবিনী এত সুন্দর ভালো পাকাঘড় পাবো। নিজের নামে জমি পাবো। ভাবতেই যেন অবাক লাগছে, যে কষ্ট আমি আমার জীবনে পেয়েছি, আমার সন্তানদের সে কষ্ট হবে না। আমাকে যেভাবে কাঁদতে হয়েছে আমার সন্তানদের আর সেভাবে কাঁদতে হবেনা।আমার ২ মেয়েরই বিয়ে হয়েছে।

স্ত্রী মজিদা বিবি বলেন এতজনের পরিবার চালাতে প্রতিবন্ধি স্বামীর আয় যথেষ্ঠ ছিলনা।এছাড়া ঝড়বৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগের ফলে জীবনের নিরাপত্তার ভয়তো ছিলই।

আরও পড়ুনঃ নওগাঁর আত্রাইয়ে মাছ ধরার উপকরন বিক্রির ধুম

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

error: Content is protected !!

পাকাঘড়ে থাকব স্বপ্নেও ভাবিনি

আপডেট টাইম : ০৫:১৬ অপরাহ্ন, শনিবার, ২৫ জুন ২০২২

জীবনে অনেক দুঃখ কষ্ট করেছি, ঝড়বৃষ্টি ও বাদলের পাশাপাশি ভয়ভীতি ছিল সাপ ও বিচ্ছুর । ভাসমান জীবনে মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমণÍ্রী শেখ হাসিনার ভ’মিহীন ও গৃহহীনদেও জন্য আশ্রযন ২ প্রকল্পের উপহার এই বাড়ী আমার অনেক বড় পরিচয় অনেক বড় শক্তি।

কথাগুলো বলছিলেন নওগাঁ জেলার আত্রাই উপজেলার ১ নং শাহাগোলা ইউনিয়নের অন্তরগত মির্জাপুর গ্রামের প্রতিবন্ধি নাজিমউদ্দিন (৬৫) গতকাল শনিবার বলেন তার বদলে যাওয়া জীবনের কাহিনী।নানা বঞ্চনার মধ্যে আশ্রয়নের আলো তাদের জীবনে এনে দিয়েছে সুখের দোলা।

প্রতিবন্ধি নাজিমউদ্দিন বলেন জীবনে সপ্নেও ভাবিনী এত সুন্দর ভালো পাকাঘড় পাবো। নিজের নামে জমি পাবো। ভাবতেই যেন অবাক লাগছে, যে কষ্ট আমি আমার জীবনে পেয়েছি, আমার সন্তানদের সে কষ্ট হবে না। আমাকে যেভাবে কাঁদতে হয়েছে আমার সন্তানদের আর সেভাবে কাঁদতে হবেনা।আমার ২ মেয়েরই বিয়ে হয়েছে।

স্ত্রী মজিদা বিবি বলেন এতজনের পরিবার চালাতে প্রতিবন্ধি স্বামীর আয় যথেষ্ঠ ছিলনা।এছাড়া ঝড়বৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগের ফলে জীবনের নিরাপত্তার ভয়তো ছিলই।

আরও পড়ুনঃ নওগাঁর আত্রাইয়ে মাছ ধরার উপকরন বিক্রির ধুম