জীবনে অনেক দুঃখ কষ্ট করেছি, ঝড়বৃষ্টি ও বাদলের পাশাপাশি ভয়ভীতি ছিল সাপ ও বিচ্ছুর । ভাসমান জীবনে মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমণÍ্রী শেখ হাসিনার ভ’মিহীন ও গৃহহীনদেও জন্য আশ্রযন ২ প্রকল্পের উপহার এই বাড়ী আমার অনেক বড় পরিচয় অনেক বড় শক্তি।
কথাগুলো বলছিলেন নওগাঁ জেলার আত্রাই উপজেলার ১ নং শাহাগোলা ইউনিয়নের অন্তরগত মির্জাপুর গ্রামের প্রতিবন্ধি নাজিমউদ্দিন (৬৫) গতকাল শনিবার বলেন তার বদলে যাওয়া জীবনের কাহিনী।নানা বঞ্চনার মধ্যে আশ্রয়নের আলো তাদের জীবনে এনে দিয়েছে সুখের দোলা।
প্রতিবন্ধি নাজিমউদ্দিন বলেন জীবনে সপ্নেও ভাবিনী এত সুন্দর ভালো পাকাঘড় পাবো। নিজের নামে জমি পাবো। ভাবতেই যেন অবাক লাগছে, যে কষ্ট আমি আমার জীবনে পেয়েছি, আমার সন্তানদের সে কষ্ট হবে না। আমাকে যেভাবে কাঁদতে হয়েছে আমার সন্তানদের আর সেভাবে কাঁদতে হবেনা।আমার ২ মেয়েরই বিয়ে হয়েছে।
স্ত্রী মজিদা বিবি বলেন এতজনের পরিবার চালাতে প্রতিবন্ধি স্বামীর আয় যথেষ্ঠ ছিলনা।এছাড়া ঝড়বৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগের ফলে জীবনের নিরাপত্তার ভয়তো ছিলই।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।