রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মাছপাড়া ইউপির গাড়াল গ্রামের স্বামী আতাকুর রহমান চুন্নু ও তার স্ত্রী জহুরা খাতুনের মধ্যে দাম্পত্য কলোহের সৃষ্টি হয়েছে। এরই জের ধরে স্ত্রী জহুরা খাতুন তার স্বামী আতাকুর রহমান চুন্নুর বিরুদ্ধে রাজবাড়ীর বিজ্ঞ জুডিসিয়াল আমলী আদালতে যৌতুক নিরোধ আইনে মামলা দায়ের করেছে।
সিআর মামলা নং ৪২৬/২২, তারিখ ১২/৬/২০২২। ধারা ২০১৮ সালের যৌতুক নিরোধ আইনের ৩ ধারা। বিজ্ঞ আদালত আসামীর প্রতি সমন জারি করেছেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, আতাকুর রহমান চুন্নুর সাথে জহুরা খাতুনের শরাশরিয়তের বিধান মোতাবেক ২০২০ সালের ৩০ অক্টোবর এক লাখ এক হাজার টাকার দেনমোহরে বিয়ে হয়। বিয়ের পর আতাকুর রহমান চুন্নু যৌতুকের দাবিতে তার স্ত্রী জহুরা খাতুনকে শারীরিক ও মানসিক নির্যাতন করে।
আরও পড়ুনঃ কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে বাস স্ট্যান্ডে সড়ক বিভাজন দাবিতে মানববন্ধন সড়ক অবরোধ
স্থানীয় সূত্রে জানা গেছে, গাড়াল গ্রামের জিয়াউর রহমান ও আব্দুল হাই মন্ডলের বাড়ি পাশাপাশি। আব্দুল হাই মন্ডলের পুত্র চুন্নু ও জিয়াউর রহমানের মেয়ে জহুরা খাতুনের প্রেমের সম্পর্ক ধরে বিয়ে হয়।
দুই পরিবারের বাড়ি পাশাপাশি। বর্তমানে দুই পরিবারের মধ্যে বিরোধ দেখা দিয়েছে। গত ১০ জুন সন্ধ্যারাতে জহুরা খাতুন স্বামী চুন্নুর বাড়িতে গেলে সেখানে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়।
প্রিন্ট