রাজবাড়ী জেলার পাংশা উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে মঙ্গলবার ৭ জুন বিকেলে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ঐতিহাসিক ছয় দফা দিবস-২০২২ পালিত হয়েছে।
পাংশা উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক ও পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জালাল উদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে পাংশা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওহাব মন্ডল, পাংশা উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পদক লাবলু বিশ্বাস, পাংশা উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা নাজমুল হাকিম রুমী, পাংশা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. শাহিদুল ইসলাম মারুফ ও পাংশা উপজেলা ছাত্রলীগের সভাপতি কামাল আল মামুন প্রমূখ বক্তব্য রাখেন। বক্তারা ঐতিহাসিক ছয় দফা দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন।
অনুষ্ঠানে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও পড়ুনঃ আত্রাইয়ে ৩৭ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই
প্রিন্ট