দেশীয় মাছ রক্ষা পেলে, খাদ্য পুষ্টি দু-ই মেলে এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে ফরিদপুরের সালথায় মৎস্য চাষীদের নিয়ে ২০২১-২০২২ইং অর্থ বছরে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প এর আওতায় ইউনিয়ন পর্যায়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬জুন) বিকাল ৪টায় উপজেলা মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলার আটঘর ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মৎস্য অফিসার রাজীব রায়ের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফরিদপুর জেলা মৎস্য অফিসার প্রশান্ত কুমার সরকার।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আটঘর ইউপি চেয়ারম্যান মোঃ শহিদুল হাসান খান সোহাগ, ইউপি সচিব শহিদুল ইসলাম, গৌড়দিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়ন্ত বিশ্বাস, সালথা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এফ এম আজিজুর রহমান আজিজ, সালথা প্রেস ক্লাবের যুগ্নসাধারন সম্পাদক সাইফুল ইসলাম,গোপালগঞ্জ মৎস্য সমিতির প্রতিনিধি সৈয়দ তমাল আলী প্রমূখ। এছাড়াও অত্র ইউপির ইউপি সদস্যসহ গ্রাম পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এই উন্নয়ন প্রকল্পের মাধ্যমে দেশীয় মাছ সংরক্ষণের মধ্য দিয়ে মাছে ভাতে বাঙ্গালী ঐতিহ্য রক্ষা হবে বলে সকলে মনে করেন।
আরও পড়ুনঃ ঝিনাইদহের গ্রামে গ্রামে সম্পত্তি নিয়ে বিরোধে বাড়ছে খুনোখুনি!
প্রিন্ট