ঢাকা , শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মিথ্যা চাঁদাবাজির অভিযোগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo দিনাজপুর জেলা প্রশাসকের ফুলবাড়ী উপজেলায় মতবিনিময় সভা Logo তানোরে যাতায়াতের পথে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ Logo মাগুরাতে এসএমসি’র পরিচ্ছন্নতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত Logo রূপগঞ্জে সাংবাদিকের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন Logo অর্থনৈতিক শুমারি উপলক্ষে স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত Logo প্রত্যন্ত গ্রামে নারী ফুটবল প্রীতি ম্যাচ উপভোগ করলেন হাজারো দর্শক Logo বাঘায় উপজেলা শুমারি স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত Logo কুষ্টিয়ায় দুর্নীতি দমন কমিশনের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা Logo ফরিদপুরে দুই দিনব্যাপী তথ্য মেলা অনুষ্ঠিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

যে রেলওয়ে স্টেশনে আর টিকেট বিক্রি হয়না

নওগাঁর আত্রাই উপজেলার স্টেশনের নাম সাহাগোলা রেলওয়ে স্টেশন। এক সময় এই স্টেশনে লোকাল ও মেইল ট্রেন মিলে ৩-৪টি ট্রেন নিয়মিত স্টেশনে থামতো। বিক্রি হতো টিকেট। ট্রেনের যাত্রীদের কোলাহল কলোতানে মুখরিত হয়ে থাকতো স্টেশন। আত্রাই উপজেলার কালিকাপুর বিল, গুটিয়া বিল, গোয়ালবাড়ীদহ্ ও চাঁন্দের বিল সহ বিভিন্ন বিলের মাছ এই স্টেশন থেকে ট্রেন যোগে চলে যেত দেশের বিভিন্ন অঞ্চলে।

পোটার আব্দুল জব্বার জানান, সাহাগোলা স্টেশনে আর ট্রেন থামেনা। বেসরকারীভাবে একটি রকেট মেইল ট্রেন থামে, এই ট্রেনটি খুলনা টু চিলাহাটি ২৪আপ-২৩ডাউন। আর একটি ট্রেন সরকারীভাবে চলে সেটি হল উত্তরা। এই উত্তরা ট্রেনটি সাহাগোলা স্টেশনে থামে। উত্তরা ট্রেনটি রাজশাহী টু পার্বতীপুর ৩৪আপ-৩২ডাউন। এই দুটি ট্রেন থামলেও জনবল না থাকার কারণে স্টেশনে কোন টিকেট বিক্রি হয়না।

আরও পড়ুনঃ নগরকান্দায় কিশোরীর হাত-মুখ বেধে গণ-ধর্ষনের অভিযোগ

২০০৮ সাল থেকে সাহাগোলা স্টেশনের কার্যক্রম বন্ধ আছে। ওয়েম্যান আজম বলেন, লাইন দেখাশোনা করার জন্য আমরা ১০জন ওয়েম্যান নিয়মিত দায়িত্ব পালন করে যাচ্ছি। একটি স্টেশন চালু রাখার জন্য ৩জন মাস্টার, ৩জন পোটার ও ৩জন পয়েন্টম্যানের প্রয়োজন হয়। জনবল না থাকার জন্য স্টেন মাস্টারের অফিসটি বন্ধ (ভেঙ্গে গেছে)। রেলওয়ে ভবনটি এখন ধ্বংস প্রায়। পরিত্যাক্ত ভবনটি এখন তালা বন্ধ। স্টেশনের পাশে কোয়ার্টার গুলো এখন পরিত্যাক্ত। রেলওয়ের জায়গাগুলো চলে গেছে নানা জনের দখলে।

আশেপাশের জলাশয়গুলো ইজারা নিয়েমাছ চাষ করছেন অনেকে। স্টেনের ওপরে দোকানপাট বসিয়ে ব্যবসা করছেন ব্যবসায়ীরা। তারা নাকি লিজ নিয়েছেন জায়গা গুলো আবার অনেকের লিজের মেয়াদ শেষ হয়ে গেছে।

সরজমিনে স্টেশনে গিয়ে একজন পোটার ও একজন ওয়েম্যানকে দেখা গেছে। এলাকাবাসী মাজেদুর রহমান (নান্নু)বলেন, সাহাগোলা স্টেশনের কার্যক্রম বন্ধ হওয়ার পর থেকে এলাকাবাসী খুব বিরম্বনার সম্মূখীন হয়েছেন। একজন ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, এলাকার অনেকেই রেলওয়ের জমি জবর দখল করে রেখেছেন। সেটি দেখার কেউ নাই। সাহাগোলা এখন নামেই স্টেশন, সব কিছু ধংশের পথে।

 


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মিথ্যা চাঁদাবাজির অভিযোগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন

error: Content is protected !!

যে রেলওয়ে স্টেশনে আর টিকেট বিক্রি হয়না

আপডেট টাইম : ০৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ৫ জুন ২০২২
মোঃ আব্দুল জব্বার (ফারুক), আত্রাই, (নওগাঁ) প্রতিনিধি :

নওগাঁর আত্রাই উপজেলার স্টেশনের নাম সাহাগোলা রেলওয়ে স্টেশন। এক সময় এই স্টেশনে লোকাল ও মেইল ট্রেন মিলে ৩-৪টি ট্রেন নিয়মিত স্টেশনে থামতো। বিক্রি হতো টিকেট। ট্রেনের যাত্রীদের কোলাহল কলোতানে মুখরিত হয়ে থাকতো স্টেশন। আত্রাই উপজেলার কালিকাপুর বিল, গুটিয়া বিল, গোয়ালবাড়ীদহ্ ও চাঁন্দের বিল সহ বিভিন্ন বিলের মাছ এই স্টেশন থেকে ট্রেন যোগে চলে যেত দেশের বিভিন্ন অঞ্চলে।

পোটার আব্দুল জব্বার জানান, সাহাগোলা স্টেশনে আর ট্রেন থামেনা। বেসরকারীভাবে একটি রকেট মেইল ট্রেন থামে, এই ট্রেনটি খুলনা টু চিলাহাটি ২৪আপ-২৩ডাউন। আর একটি ট্রেন সরকারীভাবে চলে সেটি হল উত্তরা। এই উত্তরা ট্রেনটি সাহাগোলা স্টেশনে থামে। উত্তরা ট্রেনটি রাজশাহী টু পার্বতীপুর ৩৪আপ-৩২ডাউন। এই দুটি ট্রেন থামলেও জনবল না থাকার কারণে স্টেশনে কোন টিকেট বিক্রি হয়না।

আরও পড়ুনঃ নগরকান্দায় কিশোরীর হাত-মুখ বেধে গণ-ধর্ষনের অভিযোগ

২০০৮ সাল থেকে সাহাগোলা স্টেশনের কার্যক্রম বন্ধ আছে। ওয়েম্যান আজম বলেন, লাইন দেখাশোনা করার জন্য আমরা ১০জন ওয়েম্যান নিয়মিত দায়িত্ব পালন করে যাচ্ছি। একটি স্টেশন চালু রাখার জন্য ৩জন মাস্টার, ৩জন পোটার ও ৩জন পয়েন্টম্যানের প্রয়োজন হয়। জনবল না থাকার জন্য স্টেন মাস্টারের অফিসটি বন্ধ (ভেঙ্গে গেছে)। রেলওয়ে ভবনটি এখন ধ্বংস প্রায়। পরিত্যাক্ত ভবনটি এখন তালা বন্ধ। স্টেশনের পাশে কোয়ার্টার গুলো এখন পরিত্যাক্ত। রেলওয়ের জায়গাগুলো চলে গেছে নানা জনের দখলে।

আশেপাশের জলাশয়গুলো ইজারা নিয়েমাছ চাষ করছেন অনেকে। স্টেনের ওপরে দোকানপাট বসিয়ে ব্যবসা করছেন ব্যবসায়ীরা। তারা নাকি লিজ নিয়েছেন জায়গা গুলো আবার অনেকের লিজের মেয়াদ শেষ হয়ে গেছে।

সরজমিনে স্টেশনে গিয়ে একজন পোটার ও একজন ওয়েম্যানকে দেখা গেছে। এলাকাবাসী মাজেদুর রহমান (নান্নু)বলেন, সাহাগোলা স্টেশনের কার্যক্রম বন্ধ হওয়ার পর থেকে এলাকাবাসী খুব বিরম্বনার সম্মূখীন হয়েছেন। একজন ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, এলাকার অনেকেই রেলওয়ের জমি জবর দখল করে রেখেছেন। সেটি দেখার কেউ নাই। সাহাগোলা এখন নামেই স্টেশন, সব কিছু ধংশের পথে।

 


প্রিন্ট