শেখ জামাল স্টেডিয়াম অনুষ্ঠিত বঙ্গবন্ধু ও বঙ্গমাতা অনূর্ধ্ব ১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বঙ্গবন্ধু ও বঙ্গমাতা উভয় বিভাগে জয়লাভ করেছে ফরিদপুর পৌরসভা দল।
ছেলেদের বঙ্গবন্ধু ফুটবলে তারা প্রতিপক্ষ আলফাডাঙ্গা উপজেলা দলকে ৩-০ গোলের ব্যবধানে পরাজিত করে এছাড়া বঙ্গমাতা ফুটবল এ তারা ভাঙ্গা উপজেলা দলকে ২-১ গোলের ব্যবধানে পরাজিত করে পরবর্তী পর্বে উন্নীত হয় ফরিদপুর পৌরসভা দল।
এছাড়া বঙ্গবন্ধু ফুটবলে বোয়ালমারী উপজেলা দল টাই ব্রেকারে মধুখালী উপজেলা দলকে পরাজিত করে পরবর্তী পর্বে উন্নীত হয়। খেলার নির্ধারিত সময় ১-১ গোলে ড্র ছিল। টাইব্রেকারে বিজয়ী দল ৪-২ গোলে জয়লাভ করে।
অন্যদিকে বঙ্গমাতা ফুটবল মধুখালী উপজেলা দল ট্রাইবেকারে ২-১ গোলে বোয়ালমারী উপজেলা দলকে পরাজিত করে পরবর্তী পর্বে উন্নীত হয়। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে সমতায় ছিল।
প্রিন্ট