রাজবাড়ী জেলার পাংশায় নজরুল জয়ন্তী-২০২২ উদযাপন করা হয়েছে। শনিবার (২৮ মে) বিকেলে এ উপলক্ষে আলোচনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মুক্তকলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদ এ কর্মসূচির আয়োজন করে।
মুক্তকলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সভাপতি অধ্যক্ষ বিকাশ চন্দ্র বসুর সভাপতিত্বে ও উপস্থাপনায় অনুষ্ঠানে পাংশা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান মো. সহিদুর রহমান, পাংশা সাহিত্য উন্নয়ন পরিষদের সভাপতি মুহাম্মদ ফিরোজ হায়দার ও যুক্তরাজ্য প্রবাসী বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম প্রমূখ বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক মো. মোক্তার হোসেন।
আরও পড়ুনঃ কলেজের পাঠদান বন্ধ রেখে আ’লীগ নেতাদের শুভেচ্ছাঃ ‘মহৎ’ কাজ বললেন উপাধ্যক্ষ
অনুষ্ঠানে বাংলাদেশ টেলিভিশন ও বেতারের নিয়মিত শিল্পী বর্ণালী দত্ত ও মো. আজমল হোসেন নজরুল সংগীত পরিবেশন করেন। মুক্তকলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের নেতৃবৃন্দ ও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার লোকজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিকেল ৫টায় শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত কর্মসূচি চলে।
প্রিন্ট