ফরিদপুর শহরের গোয়ালচামট বিসর্জন ঘাটে অনুষ্ঠিত সাব্বির স্মৃতি ক্রিকেট টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে লালন নগর একাদশ। প্রতিযোগিতায় রানার্সআপ হয়েছে ফেসবুক একাদশ।
শুক্রবার বিকেলে অনুষ্ঠিত ফাইনালে লালন নগর একাদশ ২৫ রানে ফেসবুক একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। নির্ধারিত ৬ ওভারের খেলায় প্রথমে ব্যাট করতে নেমে লালন নগর একাদশ ৮৫ রান সংগ্রহ করে। জবাবে ফেসবুক একাদশ ৬০ রানে অলআউট হয়।
স্থানীয় ৬ টি দলকে নিয়ে সিঙ্গেল লীগ পদ্ধতিতে এই খেলা গুলো অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় অতিথি থেকে পুরস্কার বিতরণ করেন সমাজসেবক সিফাতুল হুদা ও মুস্তাফিজুর রহমান শুভ। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন মোঃ রুবেল।
টুর্নামেন্টের আয়োজন ছিলেন সজীব (১) রাকিব শাকিব ও সজীব (২) ফাইনাল খেলা পরিচালনা করেন মোঃ সাদ্দাম হোসেন ও মোহাম্মদ সুজন শেখ।
উল্লেখ করা যেতে পারে গত বৃহস্পতিবার রাতে এই খেলাগুলো আরম্ভ হয়েছিল। তবে বাজে আবহাওয়ার কারণে আজ তা শেষ হয়েছে। উল্লেখযোগ্য সংখ্যক এই খেলা গুলি উপভোগ করেন।
প্রিন্ট