ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রাজশাহীর মোহনপুর বিএনপি’র সম্মেলন সভাপতি মুন, সম্পাদক মাহাবুর Logo বিভাগের দাবিতে উত্তাল নোয়াখালী Logo তানোরে নীতিমালা লঙ্ঘন করে গভীর নলকুপ অপারেটরের আবেদন Logo মাধবদীতে হুমায়ুন কবির নামে এক জনকে গুলি করে হত্যা Logo প্রত্যেকটা বাড়িতে গিয়ে তারেক জিয়ার ৩১ দফার দাওয়াত পৌছে দিতে হবে Logo মাত্র একটি কাব্যগ্রন্থ ‘যে জলে আগুন জ্বলে’ দিয়ে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে নিজেকে ছড়িয়ে দিয়েছেন হেলাল হাফিজ Logo পাংশা উপজেলা নির্বাহী অফিসারের সাথে রিপোর্টার্স ইউনিটির সদস্যদের সৌজন্য সাক্ষাৎ Logo কালুখালী কলেজ প্রভাষক রাজ্জাকের জানাজা সম্পন্ন Logo খোকসায় প্রগতি সংঘের উদ্যোগে দরিদ্র তাঁতিদের মাঝে বিনামূল্যে তাঁত শিল্প উপকরন বিতরণ Logo মালাই চা বিক্রি করে শামীম সাবলম্বী
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

ক্রিকেট ব্যাট ও ক্রিকেট সামগ্রী  বিক্রি করে  জীবন চলছে মনিরুল ইসলামের 

শুধুমাত্র ক্রিকেট ব্যট ও ক্রিকেট খেলার সামগ্রী   বিক্রি করে জীবন চলছে পিরোজপুরের  মনিরুল ইসলামের। জসীম পল্লী মেলায় অন্যান্য   দোকানের সাথে একটা ক্রিকেট ব্যাট ও ক্রিকেট সামগ্রির  দোকান খুলে বসেছেন তিনি।
এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় তিনি সাংবাদিকদের জানান , যুবসমাজ যাতে খেলার মাঠে আসতে পারে সেজন্যই তার এই আয়োজন।তিনি দীর্ঘ উনিশ বছর যাবত ক্রিকেট সামগ্রী বিক্রয় এর  সাথে জড়িত।
তিনি বলেন ভালো একটা ক্রিকেট ব্যাট তৈরি করতে যে পরিমাণ টাকা খরচ হয় । এখানে সে পরিমাণ বিক্রি হয় না । বর্তমানে তার কাছে সর্বনিম্ন ৫০ টাকার অটোগ্রাফ  ব্যাট থেকে শুরু করে  থেকে ৮০০ টাকার মধ্যে টেনিস ও টেপ টেনিস এর   ব্যাট রয়েছে। এছাড়া ডিউজ ব্যাট ৯০০-১২০০ টাকার মধ্যে   রয়েছে। তিনি বলেন, সরকার যদি এই ব্যবসার সাথে জড়িতদের আর্থিক প্রণোদনা ব্যবস্থা করে থাকে তাহলে এখানের  ব্যাট বাইরের দেশে রপ্তানি করা সম্ভব।
জসীম পল্লী মেলা তার দোকানে বিভিন্ন বয়সী ক্রিকেটারদের  যাতায়াত  লক্ষ্য করা যাচ্ছে । মেলায় প্রথম দিন সত্ত্বেও তিনি আজ সন্তোষজনক বেচাকেনা করেছেন। তিনি বলেন আমার নিজের কারখানা আছে সেখানে বিভিন্ন কাঠ দিয়ে ব্যাট তৈরি করে থাকি। প্রতিটি ক্রিকেট ব্যাট মান সম্মত ভাবে তৈরি করি । একইরকম ভাবে স্টাম্প তৈরি করে থাকি।
মেলায় বাকি দিনগুলোতে ভালো ব্যবসা করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।  একই সাথে ক্রিকেট ব্যাটের পাশাপাশি স্টাম  ও বিক্রি করে থাকেন এতে প্রতিটি স্ট্যাম্প এর দাম ৩০ টাকা তে বিক্রি করছেন তিনি।
তিনি জানান সরকার এই শিল্পের  দিকে বিশেষভাবে গুরুত্ব দিবেন সেটাই তার প্রত্যাশা। এবং এখান থেকে অনেক ভাল খেলোয়ার ফরিদপুরে পক্ষে প্রতিনিধিত্ব করবে এবং জাতীয় দলে খেলবে সেটা তার প্রত্যাশা। এদিকে বাজার থেকে অপেক্ষাকৃত কম দামে এ দোকানে ব্যাট  বিক্রি হবার কারণে ক্রিকেটার   দের বেশ আগ্রহ লক্ষ্য করা গেছে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রাজশাহীর মোহনপুর বিএনপি’র সম্মেলন সভাপতি মুন, সম্পাদক মাহাবুর

error: Content is protected !!

ক্রিকেট ব্যাট ও ক্রিকেট সামগ্রী  বিক্রি করে  জীবন চলছে মনিরুল ইসলামের 

আপডেট টাইম : ১০:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ মে ২০২২
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধিঃ :
শুধুমাত্র ক্রিকেট ব্যট ও ক্রিকেট খেলার সামগ্রী   বিক্রি করে জীবন চলছে পিরোজপুরের  মনিরুল ইসলামের। জসীম পল্লী মেলায় অন্যান্য   দোকানের সাথে একটা ক্রিকেট ব্যাট ও ক্রিকেট সামগ্রির  দোকান খুলে বসেছেন তিনি।
এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় তিনি সাংবাদিকদের জানান , যুবসমাজ যাতে খেলার মাঠে আসতে পারে সেজন্যই তার এই আয়োজন।তিনি দীর্ঘ উনিশ বছর যাবত ক্রিকেট সামগ্রী বিক্রয় এর  সাথে জড়িত।
তিনি বলেন ভালো একটা ক্রিকেট ব্যাট তৈরি করতে যে পরিমাণ টাকা খরচ হয় । এখানে সে পরিমাণ বিক্রি হয় না । বর্তমানে তার কাছে সর্বনিম্ন ৫০ টাকার অটোগ্রাফ  ব্যাট থেকে শুরু করে  থেকে ৮০০ টাকার মধ্যে টেনিস ও টেপ টেনিস এর   ব্যাট রয়েছে। এছাড়া ডিউজ ব্যাট ৯০০-১২০০ টাকার মধ্যে   রয়েছে। তিনি বলেন, সরকার যদি এই ব্যবসার সাথে জড়িতদের আর্থিক প্রণোদনা ব্যবস্থা করে থাকে তাহলে এখানের  ব্যাট বাইরের দেশে রপ্তানি করা সম্ভব।
জসীম পল্লী মেলা তার দোকানে বিভিন্ন বয়সী ক্রিকেটারদের  যাতায়াত  লক্ষ্য করা যাচ্ছে । মেলায় প্রথম দিন সত্ত্বেও তিনি আজ সন্তোষজনক বেচাকেনা করেছেন। তিনি বলেন আমার নিজের কারখানা আছে সেখানে বিভিন্ন কাঠ দিয়ে ব্যাট তৈরি করে থাকি। প্রতিটি ক্রিকেট ব্যাট মান সম্মত ভাবে তৈরি করি । একইরকম ভাবে স্টাম্প তৈরি করে থাকি।
আরও পড়ুনঃ নগরকান্দায় ডায়রিয়ার প্রকোপ গত ৭ দিনে শতাধীক রোগী ভর্তি
মেলায় বাকি দিনগুলোতে ভালো ব্যবসা করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।  একই সাথে ক্রিকেট ব্যাটের পাশাপাশি স্টাম  ও বিক্রি করে থাকেন এতে প্রতিটি স্ট্যাম্প এর দাম ৩০ টাকা তে বিক্রি করছেন তিনি।
তিনি জানান সরকার এই শিল্পের  দিকে বিশেষভাবে গুরুত্ব দিবেন সেটাই তার প্রত্যাশা। এবং এখান থেকে অনেক ভাল খেলোয়ার ফরিদপুরে পক্ষে প্রতিনিধিত্ব করবে এবং জাতীয় দলে খেলবে সেটা তার প্রত্যাশা। এদিকে বাজার থেকে অপেক্ষাকৃত কম দামে এ দোকানে ব্যাট  বিক্রি হবার কারণে ক্রিকেটার   দের বেশ আগ্রহ লক্ষ্য করা গেছে।

প্রিন্ট