কুষ্টিয়ার খোকসায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস এর সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শুরুতে উপস্থিত সাংবাদিকগন উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
মত বিনিময় সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসাহাক আলী, খোকসা প্রেসক্লাবের সভাপতি মুন্সি লিটন, সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন, যুগ্ন-সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মাসুদ, সাপ্তাহিক দ্রোহ পত্রিকার সম্পাদক তমা মুন্সি, সাংবাদিক হুমায়ুন কবির, মিলন খান, চঞ্চল, মনোজিৎ ,বাদশা খান প্রমুখ।
দীর্ঘ ৪ মাস পর ৩৫ তম উপজেলা নির্বাহি অফিসার হিসেবে যোগদান করলেন রিপন বিশ্বাস। ।
এই সময় তিনি উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন আমরা আমাদের যার য়ার বিবেক এবং দায়িত্ববোধ থেকে কাজ করব। খোকসা মাদক এবং বাল্যবিবাহ সহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে কাজ করতে আপনাদের সহযোগিতা কামনা করি। তিনি আরো বলেন সরকার আমাকে যে দায়িত্ব দিয়ে এখানে পাঠিয়েছেন আমি তা যথাযথ ভাবে পালন করার চেষ্টা করব এজন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন।
নবগত উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাস বৃহস্পতিবার সকালে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ইসাহাক আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক।
প্রিন্ট