শেখ জামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত বঙ্গবন্ধু প্রথম বিভাগ ক্রিকেট লীগে ফাইনালে উঠেছে নগরকান্দা ক্রিকেট ক্লাব।বৃহস্পতিবার প্রথম সেমিফাইনালে তারা তারার সংঘ দলকে ৯ উইকেটের বড় ব্যবধানে পরাজিত করে।
প্রথমে ব্যাট করতে নেমে তারার সংঘ দল ১৪১ রান সংগ্রহ করেন। দলের পক্ষে রাসেল ৫২ রান করে। নগরকান্দা ক্রিকেট ক্লাব এর পক্ষে চঞ্চল ৫, নান্টু ৩ অধিনায়ক শামসুল হুদা হুদু ১ টা এবং জামাল ১ উইকেট লাভ করে ।
জবাবে নগরকান্দা ক্রিকেট ক্লাব ১ উইকেট হারিয়ে ১৪২রান সংগ্রহ করে এবং ৯ উইকেট এর বড় ব্যবধানে জয় পায়।
দলের পক্ষে সিয়াম সর্বোচ্চ ৬৩ রান করে।প্রতিযোগিতায় অপর সেমিফাইনালে আগামীকাল টিকে স্পোর্টস খেলবে লিভারপুল ক্লাবের বিপক্ষে।
আরও পড়ুনঃ গোমস্তাপুরে হঠাৎ করেই বেড়েছে ছিনতাই
প্রিন্ট