কুষ্টিয়ার খোকসায় পৌরসভা উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ইফতার মাহফিলে পৌরভবন কার্যালয় পৌর মেয়র প্রভাষক তারিকুল ইসলাম তারিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও খোকসা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সদর উদ্দিন খান, অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুল মান্নান খান। করোনাকালীন সময় কাটিয়ে এ বছরও পৌরসভার বিভিন্ন স্তরের পৌরবাসীর উপস্থিতিতে পৌর কাউন্সিলার, গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক ও উপজেলা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজসেবক মিজানুর রহমান বিটু।
উক্ত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠান পরিচালনা করেন পাতেলডাঙ্গী জামে মসজিদের পেশ ইমাম ও ইসলামিক ফাউণ্ডেশনের মডেল কেয়ার টেকার হাফেজ মাওলানা মোঃ সালাউদ্দিন। অনুষ্ঠানে মুসলিম উম্মাহর শান্তি দেশ ও জাতির অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
প্রিন্ট