মানবসেবা সাধুসঙ্গের উদ্যোগে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ও যুব ছাত্র মহাজোটের সার্বিক সহযোগিতায় পহেলা বৈশাখ উপলক্ষে শহরের শ্রীধাম শ্রীঅঙ্গন এ জলপান ও মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠান অব্যাহত রয়েছে।
আজ বিকেল চারটা থেকে শ্রী অঙ্গনের সামনে এ কার্যক্রম পরিচালনা করে সংগঠনটি । এসময় তারা প্রায় ৫ হাজারের মতো ভক্ত বৃন্দকে জলপান মহাপ্রসাদ সেবা দিয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন মানবসেবা সাধুসঙ্গের প্রতিষ্ঠাতা সম্পাদক শিবু প্রসাদ দাস, সহ-সভাপতি রমেন সেনগুপ্ত, সহ-সাধারণ সম্পাদক চন্দন চৌধুরী, প্রচার সম্পাদক অয়ন সাহা, হিন্দু ছাত্র- মহাজোটের জেলা শাখার সাধারণ সম্পাদক সুমন বিশ্বাস, মানবসেবা সাধুসঙ্গের সদস্য রমেশ মালো, গোবিন্দদাস, যুব মহাজোটের আহ্বায়ক গৌতম দাস প্রমুখ।
এ সংবাদ লেখা পর্যন্ত কার্যক্রমটি চলছিল।
প্রিন্ট