এক ছাত্র ক্লাসে বসে ঝিমাচ্ছিল।
শিক্ষক: এই ছেলে, দাঁড়াও! এখন বলো আকবর কে ছিলেন?
ছাত্র: জানি না স্যার।
শিক্ষক: জানবে কীভাবে? ক্লাসের দিকে একটু মনোযোগ দাও, জানতে পারবে।
ছাত্র: স্যার, আপনি জানেন মোহন কে?
শিক্ষক: না। কে উনি?
ছাত্র: স্যার, আপনার মেয়ের দিকে একটু মনোযোগ দিন। জানতে পারবেন।
প্রতিদিন ফুটবল খেলি
শিক্ষক: প্রতিদিন খেলাধুলা করা স্বাস্থ্যের জন্যে ভালো।
ছাত্র: আমি প্রতিদিন ফুটবল, ক্রিকেট, আর টেনিস খেলি।
শিক্ষক: গুড বয়। প্রতিদিন কত ঘণ্টা করে খেলো?
ছাত্র: মোবাইলের ব্যাটারি শেষ না হওয়া পর্যন্ত।
পরীক্ষায় নকল
এক ছাত্রকে পরীক্ষার হল থেকে টেনেহিঁচড়ে প্রধান শিক্ষকের কাছে নিয়ে যাওয়া হলো।
প্রধান শিক্ষক জিজ্ঞেস করলেন, কেন তাকে ধরে আনা হয়েছে। বলা হলো, সে নকল করছিল।
‘কী, এত বড় সাহস! নকল করছিল!’
‘জি, স্যার! নকল করছিল। প্রশ্নে এসেছে, মানুষের বুকে হাড়ের সংখ্যা কত। স্যার, সে পরীক্ষার হলে শার্ট খুলে বুকের হাড় গুনছিল!’
প্রিন্ট