ঢাকা , বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ১২৭ বোতল ফেনসিডিল সহ ১ আন্তঃজেলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ Logo ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটি অব পর্তুগালের নতুন কমিটি গঠন Logo তানোর-গোদাগাড়ীর ১৬৮টি ভোট কেন্দ্রের ১৫৫টি গুরুত্বপুর্ণ Logo রাত পোহালেই কুষ্টিয়া সদর ও খোকসা উপজেলায় ভোটঃ কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম, ব্যালট যাবে সকালে Logo নাগরপুরে সরকারি বিজ্ঞাপন নিয়ে তেলেসমাতি, বঞ্চিত তালিকাভুক্ত সাংবাদিকরা Logo নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন আনসার সদস্যরাঃ -ইউএনও আকাশ কুমার কুন্ডু Logo বোয়ালমারীতে প্রেমিকসহ দুই বন্ধুর নামে ধর্ষণ মামলায় আটক-১ Logo রাত পোহালে খোকসা উপজেলা পরিষদের নির্বাচনঃ প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুত সম্পন্ন Logo আলফাডাঙ্গার বীর মুক্তিযোদ্ধা সানোয়ার খান মারা গেছেন Logo নগরকান্দায় বজ্রপাতে আহত শিক্ষার্থীরা মাদ্রাসায় ফিরেছে
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

ইসলামাবাদে ১৪৪ ধারা জারি

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে উত্থাপিত অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটিকে কেন্দ্র করে আজ রাজধানীজুড়ে ১৪৪ ধারা জারি করেছে ইসলামাবাদ জেলা প্রশাসন। পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজ এবং ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

পাকিস্তানের পার্লামেন্টে আজ রোববার স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটি হওয়ার কথা রয়েছে। পাকিস্তানের সংবিধানে বলা আছে, জাতীয় পরিষদে অনাস্থা প্রস্তাব উত্থাপনের সাত দিনের মধ্যে ভোটাভুটি হওয়া বাধ্যতামূলক। সেই বাধ্যবাধকতা মেনেই আজ রোববার ভোটাভুটির দিন ধার্য করা হয়েছে।

জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ইসলামাবাদে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। এ জন্য কনটেইনার ও কাঁটাতার দিয়ে ‘রেড জোন’ এলাকার সব প্রবেশপথ সিল করে দেওয়া হয়েছে। এই রেড জোনের এক কিলোমিটারের মধ্যে সব ধরনের জমায়েত, মিছিল, বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে। এ এলাকায় পাঁচজনের বেশি মানুষ একসঙ্গে জড়ো হতে পারবেন না। এ ছাড়া মোটরসাইকেলে একাধিক ব্যক্তির আরোহণও নিষিদ্ধ করেছে জেলা প্রশাসন।

ধারণা করা হচ্ছে, ইমরান খানের সমর্থকেরা রেড জোন এলাকায় ঢুকে পড়তে পারেন এবং অনাকাঙ্ক্ষিত বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারেন। এমন পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়, তাই আগে থেকেই ১৪৪ ধারা জারি করা হয়েছে এবং রেড জোন এলাকা চিহ্নিত করা হয়েছে।

গতকাল শনিবার নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ইমরান খান অভিযোগ করে বলেছেন, তাঁকে ক্ষমতাচ্যুত করতেই বিরোধীরা বিদেশি শক্তির সঙ্গে হাত মিলিয়েছে এবং অনাস্থা ভোটের নীল নকশা তৈরি করেছে। ভোটের ফল যদি তাঁর বিপক্ষে যায়, তিনি তা মেনে নেবেন না বলেও ইঙ্গিত দিয়েছেন।

অনাস্থা ভোট সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাবেক এই ক্রিকেটার বলেন, ‘যখন পুরো প্রক্রিয়াটিই নিন্দিত, তখন আমি কীভাবে ফলাফল গ্রহণ করতে পারি? গণতন্ত্র নৈতিক মূল্যবোধের ভিত্তিতে কাজ করে, কিন্তু এই যোগসাজশের পরে কোনো নৈতিক মূল্যবোধ অবশিষ্ট থাকে?’

তবে আজ ইমরান খান তাঁর দলের আইনপ্রণেতাদের জাতীয় পরিষদের অধিবেশনে যোগ দিতে বলেছেন এবং নিজেও জাতীয় পরিষদের অধিবেশনে যোগ দিয়ে অনাস্থা প্রস্তাবের ওপর বিতর্ক করবেন বলে ঘোষণা দিয়েছেন।

 

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

ফরিদপুরে ১২৭ বোতল ফেনসিডিল সহ ১ আন্তঃজেলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০

error: Content is protected !!

ইসলামাবাদে ১৪৪ ধারা জারি

আপডেট টাইম : ১২:২৪ অপরাহ্ন, রবিবার, ৩ এপ্রিল ২০২২

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে উত্থাপিত অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটিকে কেন্দ্র করে আজ রাজধানীজুড়ে ১৪৪ ধারা জারি করেছে ইসলামাবাদ জেলা প্রশাসন। পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজ এবং ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

পাকিস্তানের পার্লামেন্টে আজ রোববার স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটি হওয়ার কথা রয়েছে। পাকিস্তানের সংবিধানে বলা আছে, জাতীয় পরিষদে অনাস্থা প্রস্তাব উত্থাপনের সাত দিনের মধ্যে ভোটাভুটি হওয়া বাধ্যতামূলক। সেই বাধ্যবাধকতা মেনেই আজ রোববার ভোটাভুটির দিন ধার্য করা হয়েছে।

জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ইসলামাবাদে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। এ জন্য কনটেইনার ও কাঁটাতার দিয়ে ‘রেড জোন’ এলাকার সব প্রবেশপথ সিল করে দেওয়া হয়েছে। এই রেড জোনের এক কিলোমিটারের মধ্যে সব ধরনের জমায়েত, মিছিল, বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে। এ এলাকায় পাঁচজনের বেশি মানুষ একসঙ্গে জড়ো হতে পারবেন না। এ ছাড়া মোটরসাইকেলে একাধিক ব্যক্তির আরোহণও নিষিদ্ধ করেছে জেলা প্রশাসন।

ধারণা করা হচ্ছে, ইমরান খানের সমর্থকেরা রেড জোন এলাকায় ঢুকে পড়তে পারেন এবং অনাকাঙ্ক্ষিত বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারেন। এমন পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়, তাই আগে থেকেই ১৪৪ ধারা জারি করা হয়েছে এবং রেড জোন এলাকা চিহ্নিত করা হয়েছে।

গতকাল শনিবার নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ইমরান খান অভিযোগ করে বলেছেন, তাঁকে ক্ষমতাচ্যুত করতেই বিরোধীরা বিদেশি শক্তির সঙ্গে হাত মিলিয়েছে এবং অনাস্থা ভোটের নীল নকশা তৈরি করেছে। ভোটের ফল যদি তাঁর বিপক্ষে যায়, তিনি তা মেনে নেবেন না বলেও ইঙ্গিত দিয়েছেন।

অনাস্থা ভোট সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাবেক এই ক্রিকেটার বলেন, ‘যখন পুরো প্রক্রিয়াটিই নিন্দিত, তখন আমি কীভাবে ফলাফল গ্রহণ করতে পারি? গণতন্ত্র নৈতিক মূল্যবোধের ভিত্তিতে কাজ করে, কিন্তু এই যোগসাজশের পরে কোনো নৈতিক মূল্যবোধ অবশিষ্ট থাকে?’

তবে আজ ইমরান খান তাঁর দলের আইনপ্রণেতাদের জাতীয় পরিষদের অধিবেশনে যোগ দিতে বলেছেন এবং নিজেও জাতীয় পরিষদের অধিবেশনে যোগ দিয়ে অনাস্থা প্রস্তাবের ওপর বিতর্ক করবেন বলে ঘোষণা দিয়েছেন।