বাংলাদেশের আকাশে রমজানের চাঁদ দেখা গেছে। আগামীকাল রোববার থেকে ১৪৪৩ হিজরি সালের রমজান মাস শুরু হবে। আজ শনিবার রাতে তারাবির নামাজ আদায় ও শেষ রাতে সাহ্রি খেয়ে রোববার প্রথম দিনের রোজা পালন করবেন ধর্মপ্রাণ মুসলমানরা।
আজ শনিবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত জানানো হয়। ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এ সভায় সভাপতিত্ব করেন।
এর আগে গতকাল সৌদি আরবে পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে। সৌদি আরবের চাঁদ দেখা কমিটি এই ঘোষাণা দেয়। শুক্রবার গালফ নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
প্রিন্ট