তৃতীয় ধাপে আগামী ৩০ জানুয়ারী অনুষ্ঠিতব্য পাংশা পৌরসভার মেয়র পদে নির্বাচনের দৃশ্যপট পাল্টে যাচ্ছে। মঙ্গলবার ৫ জানুয়ারী ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর বিশাল শোডাউন, পাংশা পৌরসভা নির্বাচনে ৩ জানুয়ারী প্রার্থীদের যাচাই বাছাইতে নৌকা প্রতীকের প্রার্থী ওয়াজেদ আলীর মনোনয়নপত্র বাতিল ও পরবর্তিতে আপীল দায়ের, নৌকা প্রতীকের প্রার্থী ওয়াজেদ আলীর সহোদর ভাই ছাত্রলীগের সাবেক নেতা ইদ্রিস আলী মন্ডলের স্বতন্ত্র মেয়র প্রার্থী হওয়া এবং পাংশা উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক ফজলুল হক ফরহাদের মেয়র পদে নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতায় রাজনৈতিক মহল সরগরম হয়ে উঠছে। নির্বাচনের দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে ভোটারদের কৌতুহল ততই ঘনিভ‚ত হচ্ছে।
এদিকে, মঙ্গলবার ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিশাল শোডাউনকে ঘিরে স্বতন্ত্র মেয়র প্রার্থী পাংশা উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক ফজলুল হক ফরহাদের পক্ষে জনমত গঠন নিয়ে আলোড়ন সৃষ্টি হয়। দিনভর এনিয়ে রাজনৈতিক মহলসহ সর্বসাধারণের মাঝে গুঞ্জন ছড়িয়ে পড়ে।
উল্লেখ্য, এবছর পাংশা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন ওয়াজেদ আলী মন্ডল ও বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন রইচ উদ্দিন খান। এছাড়া মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন আওয়ামী যুবলীগের আহবায়ক ফজলুল হক ফরহাদ ও ছাত্রলীগের সাবেক নেতা ইদ্রিস আলী মন্ডল।
প্রসঙ্গত ঃ ১৯৯০ সালে পাংশা পৌরসভা প্রতিষ্ঠিত হয়। তৎকালীন পাংশা উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহবুব রহমান ১০/০৫/১৯৯০ থেকে ১৫/০৭/১৯৯১ ও ইউএনও মোহাম্মদ বারেক ১৬/০৭/১৯৯১ থেকে ২৯/০৩/১৯৯৩ পর্যন্ত প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন।
এরপর পাংশা পৌরসভার প্রথম মেয়র নির্বাচিত হন বিএনপি নেতা মরহুম আব্দুল আজিজ সরদার। ২৯/০৩/১৯৯৩ থেকে ০৭/০৪/১৯৯৯ পর্যন্ত তিনি দায়িত্ব পালন করেন। পর্যায়ক্রমে মেয়র মোঃ ওয়াজেদ আলী ০৭/০৪//১৯৯৯ থেকে ১৫/০৬/২০০৪, সেরিনা আজিজ ১৫/০৬/২০০৪ থেকে ১৫/০২/২০১১, পুনরায় ওয়াজেদ আলী ১৫/০২/২০১১ থেকে ১৫/০২/২০১৬ পর্যন্ত দায়িত্ব পালন করেন। বর্তমান মেয়র আব্দুল আল মাসুদ নির্বাচিত হয়ে ১৫/০২/২০১৬ থেকে দায়িত্ব পালন করছেন।