মাগুরা জেলার সুবিধা বঞ্চিত নারীর অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়নের জন্য আয় ও কর্মসংস্থান বৃদ্ধিতে, কর্মসূচীতে অঙ্গন নারী ও শিশু উন্নয়ন সংস্থা বাস্তবায়নকারী সহযোগী সংস্থার মিশ্র ফুল ও ফল চাষ প্রশিক্ষণ অনুষ্ঠিত করা হয়।
গত মঙ্গলবার অঙ্গন নারী ও শিশু উন্নয়ন সংস্থার প্রশিক্ষণ প্রদর্শন করেন মাগুরা এডিসি জুলিয়া সুকায়না, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি মাগুরা ডঃ হায়াত মাহমুদ, মহিলা বিষয়ক অধিদপ্তর উপপরিচালক আব্দুল আওয়াল, অঙ্গন নির্বাহী পরিচালক কাজী জেনিস ফারজানা (ডিনা)।
কর্মসূচিতে মিশ্র ফুল ও ফল চাষ প্রশিক্ষণে ট্রেনিং প্রশিক্ষণ প্রদান করেন, প্রশিক্ষক মো. শওকত হোসেন, প্রশিক্ষিকা নারগিস পারভিন, মাহফুজা ইয়াসমিন, নাজনীন নাহার। মিশ্র ফুল চাষের মধ্যে জারবেরা, রজনীগন্ধা, গোলাপ ও গাদা এবং ফলের মধ্যে স্ট্রবেরি, ড্রাগন, থাই পেয়ারা ও বল সুন্দরী কুল এই ৮ টা জাতের উদ্ভিদের আধুনিক বিজ্ঞান সম্মত নিয়মে চাষ করার প্রশিক্ষণ প্রদান করা হয়।
প্রিন্ট