রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিমের উদ্যোগে দরিদ্র লোকজনের মাঝে কম্বল বিতরণ অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ৩ ফেব্রুয়ারী দুপুরে পাংশা উপজেলার কসবামাজাইল ইউপির সুবর্ণকোলা বাজারে কম্বল বিতরণ করা হয়। বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম এমপির সার্বিক দিক-নির্দেশনায় তার প্রতিনিধিদল দরিদ্র লোকজনের মাঝে কম্বল বিতরণ করেন।
জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১২টার সময় কসবামাজাইল ইউপির সুবর্ণকোলা বাজারে দরিদ্র লোকজনের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওহাব মন্ডল, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোবিন্দ কুন্ডু, কসবামাজাইল ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান (পিল্টু জোয়ার্দ্দার), কসবামাজাইল ইউপির ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল হান্নান, কসবামাজাইল ইউপির ৩নং ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি মেম্বার মো. লিয়াকত আলী, কসবামাজাইল ইউপির ৫নং ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি মেম্বার বাবুল হোসেন ও কসবামাজাইল ইউপির ৮নং ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি মেম্বার মিন্টু মন্ডলসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওহাব মন্ডল জানান, রাজবাড়ী-২ আসনের বারবার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ও রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জননেতা বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিমের উদ্যোগে প্রতিটি ইউনিয়নে ধারাবাহিক ভাবে দরিদ্র লোকজনের মাঝে কম্বল বিতরণ করা হচ্ছে। তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম এলাকার উন্নয়নের রূপকার। তার নেতৃত্বে এলাকার সার্বিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। এবং আওয়ামী লীগ সুসংগঠিত হয়েছে। এলাকার সার্বিক উন্নয়ন অব্যাহত রাখতে বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম এমপির হাতকে শক্তিশালীকরণে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার গুরুত্বারোপ করেন তিনি।
প্রিন্ট