শেফা স্পোর্টিং ক্লাব সটপিস ক্রিকেট টুর্নামেন্ট এ সোমবারে দুটি খেলায় জয়লাভ করেছে লিটল স্টার ক্লাব জুনিয়র ও ওয়ারলেস ওয়ারিয়র ।
শহরের মহিম স্কুলের মাঠে এই খেলা দুটো অনুষ্ঠিত হয় ।
দিনের প্রথম খেলায় লিটিল ইসটার জুনিয়র ক্লাব ৪ ক্রিকেটে ফ্রেন্ডস ফাইটার কে পরাজিত করে।
প্রথমে ব্যাট করতে নেমে ফ্রেন্ডস ফাইটার ক্লাব ৪০ রান সংগ্রহ করে। জবাবে লিটিল স্টার ক্লাব ২ উইকেট হারিয়ে ৪১ রান সংগ্রহ করে।
দিনের দ্বিতীয় খেলায় ওয়ারলেস পাড়া ওয়ারিয়র ৪ উইকেটে একে কে সি ক্লাবকে পরাজিত করে।
প্রথমে ব্যাট করতে নেমে একে কেসি ৫২ রান সংগ্রহ করে। জবাবে ওয়ারলেস পাড়া ওয়ারিয়র ১ উইকেট হারিয়ে ৫৫ রান সংগ্রহ করে।
ম্যান অফ দ্যা ম্যাচ প্রথম ম্যাচে অভি এবং দ্বিতীয় খেলায় ফাহাদ।আম্পায়ার শেখ মিলন, রতন ও মিলন খান।
প্রিন্ট