শেফা স্পোর্টিং ক্লাব সটপিস ক্রিকেট টুর্নামেন্ট এ শনিবারের দুটি খেলায় জয়লাভ করেছে ওয়ারলেস পাড়া ওয়ারিয়র ও একে কেসি।
শহরের মহিম স্কুলের মাঠে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় ওয়ারলেস পাড়া ওয়ারিয়র দল ১ উইকেটে হাজরাতলা একাদশকে পরাজিত করে।
দিনের দ্বিতীয় খেলায় একে কে সি দল প্রতিপক্ষ হাজরাতলা জুনিয়র ক্লাব কে ৪৮ রানে পরাজিত করে।উভয় দলের পক্ষে অর্ক এবং সেন্টু ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন।
গুরুত্বপূর্ণ এ খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন মোহাম্মদ মিলন, মোঃ ফাহাদ।প্রতিযোগিতায় রবিবার একই মাঠে লিটিল স্টার জুনিয়র দল খেলবে ফ্রেন্ডস ফাইটারের বিপক্ষে। অন্যদিকে মোল্লাবাড়ি স্টার্স দল খেলবে ডি এ এম সি ইউনাইটেড ক্লাবের।(বিজয়ী দুই দলের ছবি)
প্রিন্ট