উৎপাদনমুখী সমিতি করি উন্নত বাংলাদেশ গড়ি। বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন এই প্রতিপাদ্য বিষয় কে নিয়ে সমবায় সংগঠনের সক্ষমতা বৃদ্ধি ও উদ্যোক্তা সৃজনের লক্ষ্যে দিনব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
সোমবার ২৪ জানুয়ারি সকাল ১০ টার সময় উপজেলা সমবায় কার্যালয় মাগুরা সদরের আয়োজনে মাগুরা সদর উপজেলার হাজরাপুর ইউনিয়ন এর মিঠাপুর গ্রামের মাগুরা দুস্থ মৌচাষী শ্রমজীবী সমবায় সমিতি লিঃ এর মধুচাষী রজব আলীর নিজ বাড়ির প্রশিক্ষণ হলরুমে দিনব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান প্রশিক্ষক ছিলেন উপজেলা সমবায় অফিসার মাগুরা সদর বিরাজ মোহন কুন্ডু। এছাড়াও উপস্থিত ছিলেন প্রশিক্ষক উপ-সহকারী কৃষি অফিসার ইছাখাদা হাজরাপুর এন এম তাসলিমুন মিজান, কোর্স পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান, সহকারী কোর্স পরিচালক মোঃ জাফর ইকবাল, বিশিষ্ট সমবায়ী ও প্রশিক্ষক মোঃ রজব আলী শেখ, একতা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সভাপতি মোঃ একলাছ উদ্দীন সহ ২৫ জন সমবায়ী ব্যক্তিগণ।
হাজরাপুর আশ্রয়ন ফেইজ ২ বহুমুখী সমবায় সমিতি, গ্রামীণ উন্নয়ন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ, সিকিউর লাইফ সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ সহ ৫ টি সমবায় সংগঠন অনুষ্ঠানে প্রশিক্ষণে অংশ গ্রহণ করে। প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক উপজেলা সমবায় অফিসার ও প্রশিক্ষক উপ-সহকারী কৃষি অফিসার বলেন, প্রতিটা সমিতির সভাপতিকে উৎপাদনমুখী প্রকল্প বাড়াতে হবে। বক্তারা আরও বলেন, বাক্সে মধু চাষ করলে ফসলের কোন ক্ষতি হয় না বরঞ্চ মৌমাছি চাষের কারণে শস্য জাতীয় ফসলের ও ফল জাতীয় বৃক্ষের ব্যাপক উপকৃত হয়।
প্রিন্ট