ফরিদপুর জেলা মহিলা আওয়ামী লীগের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করায় মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে ফরিদপুর জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে এক আনন্দ শোভাযাত্রা বের করা হয় ।
আজ সোমবার বিকেলে সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দা নুসরাত রাসুল তানিয়া এর নেতৃত্বে আওয়ামী লীগের দলীয় কার্যালয় হতে প্রেসক্লাব পর্যন্ত একটি আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ারা বেগম, সহ-সভাপতি ও ফরিদপুর পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর নাহার জোবায়ের কণা, সবিতা বৈরাগী, যুগ্ম সাধারণ সম্পাদক নার্গিস বানু সহ জেলা মহিলা আওয়ামী লীগের অন্যান্যরা।
আনন্দ শোভাযাত্রায় উপস্থিত নেতৃবৃন্দ ফরিদপুর জেলা মহিলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করায় মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বিভিন্ন রকম শ্লোগান দেয়।
তাছাড়া মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান ।
প্রিন্ট