ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, শেখ হাসিনার সরকার চিকিৎসা সেবায় জনগণের দৌড়গোড়ায় পৌঁছেছে । তাই জনগণের সেবা দিতে প্রতিটি ওয়ার্ড ও মহল্লায় কমিউনিটি ক্লিনিক নির্মান করে চিকিৎসা সেবা দিচ্ছে। মহামারি করোনা ভাইরাস মোকাবেলা করে সারা বিশ্বকে তাক লাগিয়েছে।মধ্য আয়ের দেশ থেকে বাংলাদেশকে উন্নত দেশে রূপান্তিত করার জন্য শেখ হাসিনার সরকার কাজ করে যাচ্ছে।
তিনি গত মঙ্গলবার সন্ধায় উপজেলার আকটেরচর ইউনিয়নে ২৮লক্ষ টাকা ব্যয়ে সাইদ বেপারী কমিউনিটি ক্লিনিক উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান সিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনিন কল্পনা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ ওমর ফয়সল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত গোলদার।
উদ্বোধন শেষে তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আকটেরচর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আবু সাইদ বেপারীর নিজ বাড়িতে নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি নিক্সন চৌধুরী বলেছেন যারা এলাকার উন্নয়নের কথা ভাবেন নিজের কথা ভাবেননা আগামী নির্বাচনে তাকে ভোট দিবেন। তিনি হচ্ছেন আপনাদের পরিচিত মুখ আবু সাইদ বেপারী ।
এর পূর্বে তিনি চন্দ্রপাড়া সুলতানিয়া উচ্চ বিদ্যালয় মাঠে মরহুম কামরুজ্জান খাঁন বাদল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন।
প্রিন্ট