দীর্ঘ দেড় বছর পর সারাদেশের ন্যায় ফরিদপুরের সদরপুর উপজেলায় নকলমুক্ত শান্তিপূর্ন পরিবেশে স্বাস্থ্যবিধি মেনে এস.এস.সি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত। গতকাল রবিবার প্রথম দিন পদার্থ বিজ্ঞান বিষয়ের মধ্য দিয়ে পরীক্ষা শুরু হয়।
উপজেলার মোট ৪টি কেন্দ্রে ২২টি মাধ্যমিক বিদ্যালয়ের ১৮৬ পরীক্ষার্থীর মধ্যে ১৮৪ জন, ৫টি মাদ্রাসায় ১৯২ জন পরীক্ষার্থীর মধ্যে ১৮৮জন, ২টি ভকেশনালের ১০৯ পরীক্ষার্থীর মধ্যে ১০৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। উক্ত কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তারেক মাহমুদ।
এ সময় উপস্থিত ছিলেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জালাল উদ্দিন, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগন ও শিক্ষকবৃন্দ।
প্রিন্ট