ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কযেকটি ধর্মীয় প্রতিষ্ঠান পরিদর্শণ করেন জেলা প্রশাসক অতুল সরকার। তিনি গত শুক্রবার (০৫ নভেম্বর) সকাল ১০ ঘটিকায় সরকারী ছুটির দিনে স্বপরিবারে বোয়ালমারী উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন শেষে কয়ড়া কালী বাড়িতে আসেন।
কয়ড়া কালি বাড়ি মন্দির কমিটির সভাপতি, বিশিষ্ট্য ধর্মানুরাগী, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট নেতা সুবাস সাহা কয়ড়া কালি বাড়িতে অতুল সরকারকে অভ্যর্থণা জানান। এই সময় উপস্থিত ছিলেন মন্দির পরিচালনা কমিটি ও বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের নেতৃবৃন্দের মধ্যে সমর কুন্ডু, গোপীনাথ পোদ্দার, বিপ্লব পাল, মিন্টু দাস, অমিত সাহা, তপন দত্ত, নারু দাস, কানাই দাস, অসীত কুমার কুন্ডু, দীলিপ ভৌমিক প্রমুখ।
কয়ড়া কালি বাড়িতে পৌছে তিনি কালী মন্দিরে পূজা দেন এবং বিভিন্ন মন্দির ও নবনির্মিত কয়ড়া কালী বাড়ি নাট মন্দিরটি ঘুরে ঘুরে দেখেন।
নাট মন্দিরের অসমাপ্ত কাজ শেষ করার জন্য আর্থিক সহযোগিতার আশ্বাস দেন। জেলা প্রশাসক অতুল সরকার উপস্থিত ভক্তদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আপনারা নির্বিঘ্নে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে পালন করবেন। বর্তমান সরকার প্রধান জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনা আপনাদের পাশে আছেন এবং থাকবেন।
প্রিন্ট