ফরিদপুরের সালথা উপজেলার বালিয়াগট্টি বাজারে পিঁয়াজের বাজার মনিটরিং করতে মাঠে নেমেছে বানিজ্য মন্ত্রনালয়ের সচিব তপন কান্তি ঘোষ। শুক্রবার দুপুরে পিঁয়াজের হাট চলাকালিন সময়ে বাজার পরিদর্শন করেন তিনি।
পরিদর্শন শেষে বালিয়াগট্টি বাজারে বাজার কমিটি, স্থানীয় কৃষক ও পিঁয়াজের ব্যবসায়ীদের নিয়ে এক মতবিনিময় সভা করেন।
এসময় উপস্থিত ছিলেন, ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার , সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বর, সালথা উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা আক্তার, ফরিদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদুল আলম, সালথা থানার অফিসার ইনচার্জ মো. আশিকুজ্জামান, ভোক্তা অধিকার ফরিদপুর জেলার সহকারী পরিচালক শেখ সোহেল রানা প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, পেঁয়াজের উৎপাদন থেকে শুরু করে সরাসরি ভোক্তার কাছে পৌছাতে কোন বাঁধা সৃষ্টি করা যাবে না। মধ্যসত্তভোগী যেন কোন প্রকার সুবিধে নিতে না পারে সে দিকে খেয়াল রাখতে হবে। মজুদ না করে বাজারজাত করার তাগিদও দেওয়া হয় মতবিনিময় সভায়।
প্রিন্ট