ফরিদপুরের মধুখালীতে বিকাশ প্রতারক চক্রের ৬সদস্যকে আটক করেছে র্যাব। র্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক এবং স্কোয়াড অধিনায়ক জানান র্যাবের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ২৭ অক্টোবর বুধবার গভীর রাতে মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের ডুমাইন গ্রামে অভিযান পরিচালনা করে বিকাশ প্রতারক চক্রের সক্রিয় সদস্য ৬ সদস্য র্যাবের হাতে আটক।
আটককৃতরা হলেন উপজেলার ডুমাইন গ্রামের মৃত আলাল খানের ছেলের মোঃ তরিকুল ইসলাম (২৭), আবু তালেব মল্লিকের ছেলে মোঃ ফরহাদ (৩৩), মোঃ শুকুর আলী মল্লিককের ছেলে মোঃ সোহাগ মল্লিক (২৫), মৃত তরুন মন্ডলের ছেলে তাপস মন্ডল (২৮), জনেক মন্ডলের ছেলে তপন মন্ডল (২৩) ও গোবিন্দ মন্ডল (২২)।
এ সময় আটককৃত আসামীদের হেফাজত হতে বিকাশ প্রতারনার কাজে ব্যবহৃত ১১টি সীমকার্ডসহ ৮টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তিদের স্বীকারোক্তি থেকে জানা যায় তারা বিকাশ প্রতারনার মাধ্যমে জনসাধারনের নিকট হতে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নিয়েছে।
বিকাশ প্রতারক চক্রের সদস্যরা বিভিন্ন দুর্নীতি পরায়ণ মোবাইল সীম বিক্রেতার সাথে পরস্পর যোগসাজস করে ভূয়া নামে সীমকার্ড রেজিস্ট্রেশন করতঃ রেজিস্ট্রেশনকৃত সীমকার্ড ব্যবহার করে দেশের বিভিন্ন প্রান্তের সহজ সরল সাধারণ জনগনের নিকট নিজেকে বিকাশ হেড অফিসের কর্মকর্তা পরিচয় দিয়ে ফোন করে কৌশলে তাদের বিকাশ পিন কোড জেনে নেয় এবং স্মার্ট ফোনে বিকাশ এ্যাপস্ ব্যবহার করে উক্ত সাধারণ লোকজনের বিকাশ এ্যাকাউন্ট হতে প্রতারনার মাধ্যমে টাকা হাতিয়ে নেয়। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মধুখালী থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে।
প্রিন্ট