কুষ্টিয়ার খোকসায় মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নের সমস্যা এবং সমস্যা উত্তরণে করণীয় বিষয়ে একদিনের সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে খোকসা সরকারি কলেজ চত্বরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা সমাজসেবা কার্যালয় আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ্ উদ্দীন ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক রোখসানা পারভীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান পুনম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসহাক আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাম্মী আক্তার জুথি প্রমুখ। মূল সেমিনারে পেপার উপস্থাপন করেন জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী উপপরিচালক মো: মুরাদ হোসেন।
দিনব্যাপী সেমিনারে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেয়র এর প্রতিনিধি, সুধী ও সাংবাদিকগন অংশ গ্রহণ করে। সেমিনারে অংশ গ্রহণ করে বক্তব্য প্রদান করেন জয়ন্তীহাজরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, সাংবাদিক শেখ সাইদুল ইসলাম প্রবীন, খোকসা ইউনিয়ন চেয়ারম্যান আইয়ুব আলী, গোপগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর হোসেন, আমবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান আমিনুর রহমান খান বিষু প্রমুখ।সেমিনারে মোবাইল ব্যাংকিং এর সুবিধা অসুবিধা নিয়ে বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তাগণ বক্তব্য রাখেন এবং আগামীতে কোনো ভাতাভোগীর যেন অসুবিধা না হয়, সে বিষয়ে প্রস্তাব রাখেন।
সেমিনারে সমাপনী বক্তৃতায় জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক রোখসানা পারভীন বলেন, মোবাইল ব্যাংকিং এর প্রাথমিক অবস্থায় আমাদের কিছু ভুল-ভ্রান্তি ছিল। সেগুলোর সমাধান করা হয়েছে। আগামীতে সতর্ক হয়ে কাজ করতে হবে যেন কোন প্রকার ভুল না হয়। তিনি এ ব্যাপারে সবার সহযোগিতা কামনা করেন।
প্রিন্ট