কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় দ্বিতীয় দফার ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১১ নভেম্বর। নির্বাচনকে সামনে রেখে আজ ১৭ অক্টোবর রবিবার ছিলো মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন।
ভেড়ামারা উপজেলার মোট ৬টি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীরা নির্বাচন কার্যালয়ের সামনে উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে তারা নিয়ম মেনে মনোনয়ন দাখিল করেন। ভেড়ামারায় ৬টি ইউনিয়নে ২৭জন চেয়ারম্যান প্রার্থীসহ মোট ২৯৪ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র স্বতঃস্ফূর্ত ভাবে দাখিল করেছেন।
৬টি ইউনিয়ন পরিষদ থেকে মোট ২৭ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ৬জন আওয়ামী লীগ মনোনীত। সমাজতান্ত্রিক দল জাসদ মোননীত ৬জন। স্বতন্ত্র থেকে ১১জন এবং ইসলামী আন্দেলন বাংলাদেশ থেকে ৪জন রয়েছেন। অনেক দৌড়ঝাপের পর দলীয় মনোনয়ন না পেয়ে উপজেলার ৬টি ইউনিয়ন থেকেই ১১জন ‘স্বতন্ত্র’ প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বীতায় নেমেছেন। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ২জন রয়েছেন। ধরমপুর ইউনিয়নের মোঃ শামসুল হক। জুনিয়াদহ ইউনিয়নের হাসানুজ্জামান হাসান। যদি ও তারা স্বতন্ত্র পরিচয় দিয়েছে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এহেন কারণে কিন্তু ভিতর ভিতর ক্ষমতাসীন দলের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছেন এই দুই জন বিদ্রোহী প্রার্থী।
ভেড়ামারা উপজেলা নির্বাচন কর্মকর্তা মোছাঃ ফাতেমা খাতুন জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করতে তারা বদ্ধপরিকর। এরইমধ্যে নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়ে গেছে। ঘোষিত তফসিল অনুযায়ী ১৭ অক্টোবর মনোনায়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিলো। মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে আগামী ২১ অক্টোবর। বাছাইয়ের পর সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ২২,২৩ ও ২৪ অক্টোবর। আর আপিল নিষ্পত্তি ২৫অক্টোবর। তবে প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ২৬ অক্টোবর। ২৭ অক্টোবর প্রতীক বরাদ্দ। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১১ নভেম্বর।
প্রিন্ট