ফরিদপুরের সদরপুর উপজেলায় ইলিশ সংরক্ষণ অভিযান-২০২১ বাস্তবায়নে পদ্মা ও আড়িয়াল খাঁ নদে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। গতকাল বৃহস্পতিবার ভোর রাতে মা ইলিশ রক্ষায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ৭ জেলেকে আটক করা হয়েছে।
পরে তাদের উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আদালত বসিয়ে মুচলেকা নিয়ে ৫ হাজার টাকা করে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে নদীর তীরে পুড়িয়ে ধ্বংস করা হয়। জব্দকৃত ১০ কেজি মা-ইলিশ আমিরাবাদ মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।
উক্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করেণ, উপজেলা সহকারি কমিশনার (ভূমি ) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ জিয়াউর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা তাসনিয়া তাসমীম ও উপজেলা থানা পুলিশ।
প্রিন্ট