শিলাইদহ রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য কুঠিবাড়ি পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় ডেপুটি হাই কমিশনার বিজয় জর্জ।
আজ সকাল ১১ টার দিকে কুষ্টিয়ার কুমারখালীতে অবস্থিত শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ি ও ভারত সরকারের অর্থায়নে রবীন্দ্র কুঠিবাড়ির সম্প্রসারিত উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্পের কার্যক্রম তিনি সরেজমিনে পরিদর্শন করেন।
শিলাইদহ রবীন্দ্রনাথ কুঠিবাড়ি সম্প্রসারিত উন্নয়ন কার্যক্রম ভারত সরকারের অর্থায়নে ২০১৫ সালের ৬ জুন ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১৮ কোটি ১৭ লাখ টাকা।
রবীন্দ্র কুঠিবাড়ির সম্প্রসারিত উন্নয়নমূলক প্রকল্পের কার্যক্রম পরিদর্শন শেষে বিজয় জর্জ সেখানে মুজিব বর্ষ উপলক্ষ্যে বৃক্ষ রোপন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। পাশাপাশি তিনি পরিদর্শন বইতে সই করেন।
অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ভারতীয় হাই কমিশন রাজশাহীর ডেপুটি কমিশনার সঞ্জয় কুমার ভাট্টি ও সেকেন্ড সেক্রেটার সঞ্জয় জাইন, বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) রতন চন্দ্র পন্ডিত, সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ফাহিমুল ইসলাম, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ডিডি (প্রশাসন) মাহবুবুল আলম, গণপূর্ত অধিদপ্তর কুষ্টিয়ার নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলাম, কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডলসহ প্রমুখ।
প্রিন্ট