ফরিদপুরের বোয়ালমারীতে একটি অবৈধ ড্রেজার ধ্বংস করা হয়েছে। ওই ড্রেজারের সাহায্যে দীর্ঘদিন ধরে পুকুর থেকে বালু উত্তোলন করা হচ্ছিল। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে ঘটনাস্থলে গিয়ে ড্রেজারটি ধ্বংস করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার রূপাপাত ইউনিয়নের কুমড়াইল গ্রামের জহুর মোল্যা ড্রেজারের সাহায্যে ওই এলাকার একটি পুকুর থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করছিল।
খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ড্রেজারটি ধ্বংস করেন। এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক বলেন, জহুর মোল্যা অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছিলেন। সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ড্রেজার মেশিনটি ভেঙ্গে দেওয়া হয়েছে।
প্রিন্ট