ঢাকা , সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে আ.লীগের ব্যানারে মিছিল দেওয়ার প্রস্তুতিকালে বিএনপি নেতার ছেলেসহ আটক ৮ Logo বহলবাড়ীয়া ইউনিয়ন বিএনপি’র সম্মেলন Logo ছাত্রদল নেতা পারভেজ হত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল Logo সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা Logo আলফাডাঙ্গায় শিক্ষকদের সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ করলেন জেলা প্রশাসক Logo মুকসুদপুর উপজেলা পরিষদের ক্রীড়া সামগ্রী বিতরণ Logo ভূরুঙ্গামারীতে নাশকতা বিরোধী বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ নেতা গ্রেফতার Logo রাজবাড়ীতে বজ্রপাতে কৃষক নিহত Logo সদরপুরে গভীর রাতে গোয়াল ঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩টি গরু পুড়ে ছাই Logo ভাসানচর দখলের ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

কুষ্টিয়ায় পুলিশের ওপর হামলা, আহত ৩

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় পুলিশের ওপর হামলা ও মারপিটের ঘটনা ঘটেছে। এতে তিন পুলিশ আহত হয়েছেন। এ ঘটনায় ইউপি সদস্যসহ কয়েকজনকে আটক করেছে পুলিশ। আটক ও আহতদের নাম পাওয়া তাৎক্ষণিক জানা যায়নি।

বুধবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আমলা ইউনিয়নের কচুবাড়িয়া গ্রামের কচুবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কচুবাড়িয়া গ্রামের মাঠ থেকে বৈদ্যুতিক মোটর (সেচ যন্ত্র) চুরি করার অভিযোগে ভেড়ামারা পৌরসভার ১নং ওয়ার্ড ফারাকপুর মহল্লার সামছুলের ছেলে স্বপনকে (২২) আটক করে এলাকাবাসী। পরে তাকে বেধড়ক মারধরের খবর পেয়ে আমলা ক্যাম্প পুলিশের ইনচার্জ এস আই হাফিজুর রহমান, এএসআই কামরুজ্জামানসহ পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়।

এ সময় পুলিশের ওপর হামলা করে স্থানীয়রা। এতে তিন জন পুলিশ আহত হন। পুলিশের ওপর হামলার ঘটনায় স্থানীয় ইউপি সদস্যসহ কয়েকজনকে আটক করেছে পুলিশ। চুরির অভিযোগ ওঠা স্বপনকেও আটক করেছে মিরপুর থানা পুলিশ। হামলার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

স্থানীয় সাইদুল ইসলাম সবুজ বলেন, বৈদ্যুতিক মোটর চোরকে এলাকাবাসী মারধর করছিল। এ সময় পুলিশ ঘটনাস্থলে গেলে স্থানীয় কয়েকজন পুলিশের ওপর হামলা করে। চোর ও হামলাকারীদের ধরে নিয়ে গেছে পুলিশ।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, কচুবাড়িয়া গ্রামের মাঠ থেকে মোটর চুরির সময় স্থানীয়রা ধরে ফেলে ভেড়ামারা এলাকার এক চোরকে। স্থানীয়রা ওই চোরকে মারধর করে। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে পুলিশের ঝামেলা হয়েছে। এরই জের ধরে ৮নং ওয়ার্ডের মেম্বারসহ কয়েকজনকে আটক করেছে পুলিশ।

জানতে চাইলে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, কচুবাড়িয়া এলাকায় স্থানীয়রা এক মোটর চোরকে ধরে মারধর করে। সেই খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। তারা ঘটনাস্থলে গেলে পুলিশের ওপরে হামলা হয়। এতে তিন পুলিশ আহত হয়েছেন। এ ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। হামলার ঘটনায় জড়িতদের আটকে অভিযান অব্যাহত রাখা হয়েছে।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ফরিদপুরে আ.লীগের ব্যানারে মিছিল দেওয়ার প্রস্তুতিকালে বিএনপি নেতার ছেলেসহ আটক ৮

error: Content is protected !!

কুষ্টিয়ায় পুলিশের ওপর হামলা, আহত ৩

আপডেট টাইম : ১২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর ২০২১
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া প্রতিনিধিঃ :

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় পুলিশের ওপর হামলা ও মারপিটের ঘটনা ঘটেছে। এতে তিন পুলিশ আহত হয়েছেন। এ ঘটনায় ইউপি সদস্যসহ কয়েকজনকে আটক করেছে পুলিশ। আটক ও আহতদের নাম পাওয়া তাৎক্ষণিক জানা যায়নি।

বুধবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আমলা ইউনিয়নের কচুবাড়িয়া গ্রামের কচুবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কচুবাড়িয়া গ্রামের মাঠ থেকে বৈদ্যুতিক মোটর (সেচ যন্ত্র) চুরি করার অভিযোগে ভেড়ামারা পৌরসভার ১নং ওয়ার্ড ফারাকপুর মহল্লার সামছুলের ছেলে স্বপনকে (২২) আটক করে এলাকাবাসী। পরে তাকে বেধড়ক মারধরের খবর পেয়ে আমলা ক্যাম্প পুলিশের ইনচার্জ এস আই হাফিজুর রহমান, এএসআই কামরুজ্জামানসহ পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়।

এ সময় পুলিশের ওপর হামলা করে স্থানীয়রা। এতে তিন জন পুলিশ আহত হন। পুলিশের ওপর হামলার ঘটনায় স্থানীয় ইউপি সদস্যসহ কয়েকজনকে আটক করেছে পুলিশ। চুরির অভিযোগ ওঠা স্বপনকেও আটক করেছে মিরপুর থানা পুলিশ। হামলার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

স্থানীয় সাইদুল ইসলাম সবুজ বলেন, বৈদ্যুতিক মোটর চোরকে এলাকাবাসী মারধর করছিল। এ সময় পুলিশ ঘটনাস্থলে গেলে স্থানীয় কয়েকজন পুলিশের ওপর হামলা করে। চোর ও হামলাকারীদের ধরে নিয়ে গেছে পুলিশ।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, কচুবাড়িয়া গ্রামের মাঠ থেকে মোটর চুরির সময় স্থানীয়রা ধরে ফেলে ভেড়ামারা এলাকার এক চোরকে। স্থানীয়রা ওই চোরকে মারধর করে। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে পুলিশের ঝামেলা হয়েছে। এরই জের ধরে ৮নং ওয়ার্ডের মেম্বারসহ কয়েকজনকে আটক করেছে পুলিশ।

জানতে চাইলে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, কচুবাড়িয়া এলাকায় স্থানীয়রা এক মোটর চোরকে ধরে মারধর করে। সেই খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। তারা ঘটনাস্থলে গেলে পুলিশের ওপরে হামলা হয়। এতে তিন পুলিশ আহত হয়েছেন। এ ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। হামলার ঘটনায় জড়িতদের আটকে অভিযান অব্যাহত রাখা হয়েছে।


প্রিন্ট