ঢাকা , বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আগামী দিনে সাংবাদিক এম এ কাদের’কে জনসেবায় সদস্য হিসেবে দেখতে চান এলাকাবাসী Logo গোপালগঞ্জ-১ আসনে বিএনপি’র ৩ মনোনয়ন প্রত্যাশী Logo রাজশাহী-১ আসনে মামা-ভাগনে মনোনয়ন যুদ্ধঃ মামা এগিয়ে Logo মাগুরাতে নাকোল রাইচরণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত Logo হারাগাছের বানুপাড়ায় অটোর ধাক্কায় প্রাণ গেল দ্বিতীয় শ্রেণির শিশু শিক্ষার্থীর Logo ভুয়া পরিচয়ে ফোন করে অর্থ দাবি, সতর্ক থাকার আহ্বান ইউএনও’র Logo হরিপুরে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক, ১৩ বাংলাদেশিকে হস্তান্তর Logo নাটোর-১ আসন হবে দুর্নীতি ও চাঁদাবাজ মুক্তঃ -আবুল কালাম আজাদ Logo যত বড় নেতাই হন না কেন- অপকর্ম করলে তার জায়গা বিএনপিতে হবে নাঃ -অমিত Logo র‌্যাবের অভিযানে ৯৯০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩০০ বোতল ফেন্সিডিল জব্দ; গ্রেফতার ০৫
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

ফরিদপুর চিনিকল

২০২১-২২ আখরোপন মৌসুম উদ্বোধন

মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকলের ২০২১-২০২২ আখ রোপন মৌসুম উদ্বোধন করা হয়েছে। বুধবার রোপন মৌসুমের উদ্বোধন করেন বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের প্রধান (ইক্ষু সম্প্রসারন ও সংগ্রহ) কৃষিবিদ গোলাম কবির।

এ সময় চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কৃষিবিদ মোহাম্মদ খবির উদ্দিন মোল্যা, শ্রমজীবী ইউনিয়নের সাধারন সম্পাদক কাজল বসু, মহা ব্যবস্থাপক (কৃষি) মুহম্মদ আনিস উজ্জামান, আখচাষী কল্যাণ সংস্থার সভাপতি শফিকুল ইসলাম, সাধারন সম্পাদক রেজাউল করিম, সহ সভাপতি মির্জা মুরাদ হোসেন, শ্রমজীবী ইউনিয়নের সদস্য শরিফুল ইসলাম, উপ সহকারী ইক্ষু উন্নয়ন কর্মকর্তা মাসুদুর রহমান, মেহেদি হাসান, ইক্ষু উন্নয়ন সহকারী মনিরুজ্জামান, অনিমেষ দাস, মাসুদ আলী মৃধা, আখ চাষী নেতা মজিবুর রহমান , আলম মোল্যা সহ আখ চাষীরা উপস্থিত ছিলেন।

মিলসগেট সাবজোনের ১ নং ইউনিটের আলম মোল্যা, ৯ নংইউনিটের দাউদ মোল্যা, বিশিষ্ট আখচাষী মোতালেব ফকির, ৬ নং ইউনিটের মো. শাহিন মিয়া, ১৩ নং ইউনিটের আব্দুল হাই বাশি মিয়ার জমিসহ রোপা পদ্ধতিতে (এসটিপি) ৭২ টি ইউনিটে আখ রোপন কার্যক্রম উদ্বোধন করা হয়।
চিনিকলের মহা ব্যবস্থাপক (কৃষি) মুহম্মদ আনিস উজ্জামান জানান, চলতি রোপন মৌসুমে ৫ হাজার একর জমিতে আখ রোপনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। চিনিকলের ৭ টি সাবজোনের ৭২ টি ইউনিটে একযোগে আজ উদ্বোধন করা হলো।

বাংলাদেশ চিনি ও খাদ্য শিল কর্পোরেশনের প্রধান (ইক্ষু সম্প্রসারন ও সংগ্রহ) কৃষিবিদ গোলাম কবির বলেন, সরকার চিনি শিল্পকে লাভজনক করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। ফরিদপুর চিনিকল একটি জাতীয় সম্পদ। এটিকে রক্ষা করতে বেশি করে আখ রোপন করতে হবে। সারও অন্যান্য উপকরণ খুব দ্রুত চাষীদেরকে সরবরাহ করা হবে।

ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কৃষিবিদ মোহাম্মদ খবির উদ্দিন মোল্যা জানান, ফরিদপুর চিনিকল একটি সম্ভবনাময় প্রতিষ্ঠান। এটিকে টিকিয়ে রাখতে প্রধান কাঁচামাল আখ রোপন বাড়াতে হবে। সে লক্ষ্যে আমার কাজ করছি।
শ্রমজীবী ইউনিয়নের সাধারন সম্পাদক কাজল বসু জানান, চিনিকল বন্ধের আতংকে গত বছর চাষীরা আখ রোপনে আগ্রহ হারিয়ে ফেলেছিল। মিলটি চালু থাকবে এ সংবাদে চলতি মৌসুমে চাষীদের মাঝে আখচাষে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আগামী দিনে সাংবাদিক এম এ কাদের’কে জনসেবায় সদস্য হিসেবে দেখতে চান এলাকাবাসী

error: Content is protected !!

ফরিদপুর চিনিকল

২০২১-২২ আখরোপন মৌসুম উদ্বোধন

আপডেট টাইম : ০৪:২২ অপরাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১
সাগর চক্রবর্ত্তী, মধুখালী (ফরিদপুর ) প্রতিনিধিঃ :

মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকলের ২০২১-২০২২ আখ রোপন মৌসুম উদ্বোধন করা হয়েছে। বুধবার রোপন মৌসুমের উদ্বোধন করেন বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের প্রধান (ইক্ষু সম্প্রসারন ও সংগ্রহ) কৃষিবিদ গোলাম কবির।

এ সময় চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কৃষিবিদ মোহাম্মদ খবির উদ্দিন মোল্যা, শ্রমজীবী ইউনিয়নের সাধারন সম্পাদক কাজল বসু, মহা ব্যবস্থাপক (কৃষি) মুহম্মদ আনিস উজ্জামান, আখচাষী কল্যাণ সংস্থার সভাপতি শফিকুল ইসলাম, সাধারন সম্পাদক রেজাউল করিম, সহ সভাপতি মির্জা মুরাদ হোসেন, শ্রমজীবী ইউনিয়নের সদস্য শরিফুল ইসলাম, উপ সহকারী ইক্ষু উন্নয়ন কর্মকর্তা মাসুদুর রহমান, মেহেদি হাসান, ইক্ষু উন্নয়ন সহকারী মনিরুজ্জামান, অনিমেষ দাস, মাসুদ আলী মৃধা, আখ চাষী নেতা মজিবুর রহমান , আলম মোল্যা সহ আখ চাষীরা উপস্থিত ছিলেন।

মিলসগেট সাবজোনের ১ নং ইউনিটের আলম মোল্যা, ৯ নংইউনিটের দাউদ মোল্যা, বিশিষ্ট আখচাষী মোতালেব ফকির, ৬ নং ইউনিটের মো. শাহিন মিয়া, ১৩ নং ইউনিটের আব্দুল হাই বাশি মিয়ার জমিসহ রোপা পদ্ধতিতে (এসটিপি) ৭২ টি ইউনিটে আখ রোপন কার্যক্রম উদ্বোধন করা হয়।
চিনিকলের মহা ব্যবস্থাপক (কৃষি) মুহম্মদ আনিস উজ্জামান জানান, চলতি রোপন মৌসুমে ৫ হাজার একর জমিতে আখ রোপনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। চিনিকলের ৭ টি সাবজোনের ৭২ টি ইউনিটে একযোগে আজ উদ্বোধন করা হলো।

বাংলাদেশ চিনি ও খাদ্য শিল কর্পোরেশনের প্রধান (ইক্ষু সম্প্রসারন ও সংগ্রহ) কৃষিবিদ গোলাম কবির বলেন, সরকার চিনি শিল্পকে লাভজনক করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। ফরিদপুর চিনিকল একটি জাতীয় সম্পদ। এটিকে রক্ষা করতে বেশি করে আখ রোপন করতে হবে। সারও অন্যান্য উপকরণ খুব দ্রুত চাষীদেরকে সরবরাহ করা হবে।

ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কৃষিবিদ মোহাম্মদ খবির উদ্দিন মোল্যা জানান, ফরিদপুর চিনিকল একটি সম্ভবনাময় প্রতিষ্ঠান। এটিকে টিকিয়ে রাখতে প্রধান কাঁচামাল আখ রোপন বাড়াতে হবে। সে লক্ষ্যে আমার কাজ করছি।
শ্রমজীবী ইউনিয়নের সাধারন সম্পাদক কাজল বসু জানান, চিনিকল বন্ধের আতংকে গত বছর চাষীরা আখ রোপনে আগ্রহ হারিয়ে ফেলেছিল। মিলটি চালু থাকবে এ সংবাদে চলতি মৌসুমে চাষীদের মাঝে আখচাষে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।


প্রিন্ট