ফরিদপুরের আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে মুমূর্ষু রোগীদের ব্যবহারের জন্য একটি অক্সিজেন কনসেনট্রেটর দিয়েছে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান।
সোমবার সকাল ১১ টায় আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে চত্ত্বরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. নাজমুল হাসানের হাতে কনসেনট্রেটরটি তুলে দেন আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি এস এম আকরাম হোসেন, সহসভাপতি ইকবাল হোসেন চুন্ন, পৌর মেয়র ও পৌর আ’লীগ সভাপতি সাইফুর রহমান, ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, যুবলীগের যুগ্ম আহব্বায়ক কামরুল ইসলাম, আ’লীগ দপ্তর সম্পাদক সেলিম রেজা, সেচ্ছাসেবক লীগ সভাপতি এনায়েত হোসন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো.আবুল কাশেম মন্ডল, উপজেলা ছাত্রলীগ সভাপতি কাজী কাউছার হোসেন টিটো, সাধারণ সম্পাদক রায়হান আহমেদ, পৌর সভাপতি রায়হান আজিজ খান ও সাধারণ সম্পাদক মো.ইলিয়াস শেখ প্রমুখ।
আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য প.প. কর্মকর্তা নাজমুল হাসান জানান, অক্সিজেন কনসেনট্রেটর বাতাস থেকে অক্সিজেন আলাদা করে রোগীদের দেওয়ার জন্য উপযোগী করে দেয়। এটা মুমূর্ষু রোগীদের জন্য বেশ কার্যকর। এখন থেকে রোগীরা এই সেবা নিতে পারবেন।
প্রিন্ট