“বেশি বেশি মাছ চাষ করি,বেকারত্ব দূর করি” এই শ্লোগানকে সামনে রেখে ফরিদপুরের চরভদ্রাসনে জাতীয় মৎস্য সপ্তাহ ২৮আগস্ট হতে ৩ সেপ্টেম্বর -২০২১ এর শুভ উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে রবিবার বিকেল সারে ৫টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় মৎস্য সপ্তাহ এর শুভ উদ্বোধন ঘোষনা করেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী(নিক্সন)।
পরে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করার পাশাপাশি পরিষদ চত্বরে উপজেলা চেয়ারম্যানের জন্য দোতলা বাসভবন নির্মান কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন তিনি।
সাংসদ নিক্সন চৌধুরী উপজেলা চত্বরে উপস্থিত হলে তাকে ফুলের শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী অফিসার(অ:দা:) মোঃমাসুদুল আলম,মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম,থানা পরিদর্ষক মোঃজিয়ারুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম মাহমুদুল হাসান, উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন বাধন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃকাউসার হোসেন, সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মোঃআনোয়া আলী মোল্যা, সদর ইউপি চেয়ারম্যান মোঃআজাদ খান, সাবেক ভিপি মোঃমিজানুর রহমান, মোঃরাসেলুজ্জামান, ছাত্রলীগ সভাপতি মোঃকামরুল হাসান,বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ স্থানীয় নেত্রীবৃন্দ।
এছাড়া একইদিন চরহরিামপুর ইউনিয়নের হাজারবিঘা মরহুম ছমির ব্যাপারী স্মৃতি ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফুটবল খেলা উপভোগ করার পাশাপাশি আমিনখার হাট স্পটিংক্লাবের পক্ষে কিছু সময় ফুটবল খেলেন এমপি নিক্সন চৌধুরী।
ফুটবল খেলার আয়োজক চর হরিামপুর ইউনিয়নের বাসিন্দা মোঃরফিকুল ইসলাম ব্যাপারী প্রধান অতিথি এমপি নিক্সন চৌধুরীকে একটি স্বর্নের নৌকা উপহার দেন।খেলায় ইকরাম মাতুব্বরের ডাঙ্গী শাপলা একাদশকে ৩-০ গোলে হারিয়ে আমিনখাঁর হাট স্পোটিং ক্লাব চ্যাম্পিয়ন হয়।
প্রিন্ট