মোঃ জিয়াউর রহমান:
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ২৯ লাখ ৩৭ হাজার টাকার মাদক আটক করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন ৪৭ বিজিবি। উপজেলায় বিজিবির ধারাবাহিক মাদক ও চোরাচালানবিরোধী পৃথক অভিযানে হেরোইন, গাঁজা, ইয়াবা, সিলডিনাফিল ট্যাবলেট, সেনেগ্রা ট্যাবলেট ও অবৈধ কারেন্ট জাল আটক করা হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) বেলা ১২টার দিকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, উপজেলার ধর্মদহ বিওপির ডিজিটি মাঠে সোমবার রাত ১টার দিকে ৫০ গ্রাম হেরোইন ও ৩৫২ পিস সেনেগ্রা ট্যাবলেট আটক করা হয়।
মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার উদয়নগর বিওপি এলাকার পদ্মা নদী থেকে ভারতীয় ৫৯০ কেজি কারেন্ট জাল আটক করা হয়েছে।
অপরদিকে, উপজেলার রামকৃষ্ণপুর বিওপির ঠোটারপাড়া এলাকা থেকে সোমবার অনুমানিক রাত পৌণে ১১টার দিকে ভারতীয় ১০০ গ্রাম হেরোইন, ৩ কেজি ৮০০ গ্রাম গাঁজা, ৩৫ পিস ইয়াবা এবং ১৯২ পিস সিলডিনাফিল ট্যাবলেট আটক করা হয়।
এদিকে, উপজেলা জয়পুর বিওপির ময়রামপুর মাঠে সোমবার অনুমানিক রাত পৌণে ১১টার দিকে ৩০০ পিস সেনেগ্রা ট্যাবলেট আটক করা হয়।
যার আনুমানিক সিজার মূল্য ২৯ লাখ ৩৭ হাজার টাকা। আটক করা ভারতীয় মাদকদ্রব্য ও কারেন্ট জাল ধ্বংসের জন্য সিজার স্টোরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মাহবুব মুর্শেদ রহমান পিএসসি।
প্রিন্ট

গোমস্তাপুরে ভ্রাম্যমাণ আদালতে কীটনাশক ব্যবসায়ীর জরিমানা 
মোঃ জিয়াউর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি 




















