মানিক কুমার দাসঃ
বাংলাদেশ খেলাফত মজলিস মহানগর কমিটি গঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল সাতটায় শহরের পশ্চিম খাবাসপুর মিয়া পাড়ায় অবস্থিত দারুস সালাম ফয়জুল উলুম মাদ্রাসায় এ মহানগর কমিটি গঠন করা হয়েছে।
মহানগর কমিটির আহ্বায়ক মাওলানা নাজমুল ইসলামের সভাপতিত্বে এবং সদস্য সচিব শেখ মোহাম্মদ হেলালের সঞ্চালনায় এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সভাপতি মাওলানা আমজাদ হোসাইন।
বিশেষ অতিথি জেলা কমিটির সিনিয়র সহ সভাপতি মাওলানা সোবহান মাহমুদ , প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি মুফতি আবু নাসির আইয়ুবী সহ ফরিদপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল বৃন্দ। মজলিসে শূরা সদস্যদের মতামতের ভিত্তিতে ৪৩ সদস্য বিশিষ্ট মহানগর কমিটি ঘোষণা করা হয়।
এতে সভাপতি নির্বাচিত হন হাফেজ মাওলানা নাজমুল ইসলাম সাধারণ সম্পাদক শেখ মোঃ হেলাল এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন মোঃ তৌহিদ হোসেন।
প্রিন্ট