আলিফ হোসেন:
রাজশাহীর তানোরের চাঁন্দুড়িয়া ইউনিয়ন (ইউপি) যুবদলের উদ্যোগে ৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস ও আওয়ামী লীগের পতন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে।
জানা গেছে, ৭ আগস্ট বৃহস্পতিবার চাঁন্দুড়িয়া ইউনিয়ন (ইউপি) যুবদলের উদ্যোগে সাফিনা পার্কে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মাহফিজুর রহমান রিমনের সঞ্চালনায় এবং সদস্য সচিব শরিফ উদ্দিন মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-১ আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী ও বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিন।
অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও চাঁন্দুড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান মফিজ উদ্দিন, তানোর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হযরত আলী মাস্টার, ফিরোজ কবির, মানিরুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক রাইহানুল হক রায়হান, নাসির উদ্দিন বাবু, বিপ্লব, জেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক ও তানোর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোতালেব হোসেন, গোদাগাড়ী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বেদার উদ্দিন বিদ্যুৎ ও সদস্য সচিব কাউসার উদ্দিন প্রমুখ।
এছাড়াও উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা, কর্মী ও সমর্থকগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভার আগে জুলাই-আগস্ট আন্দোলনে সকল শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের আশু রোগমুক্তি কামনায় দোয়া করা হয়।
এদিকে, মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিনের আগমনকে কেন্দ্র করে দিনভর গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে সাফিনা পার্কে হাজারো নেতাকর্মীর ঢল নামে। এদিন নেতা-কর্মী-সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিলো চোখে পড়ার মতো।
প্রিন্ট