রাজশাহীতে পুকুরে গোসল করতে নেমে এক শিশুকে শ্লীলতাহানির অভিযোগে শ্রম অধিদপ্তরের কর্মকর্তা মনিরুল আলম ওরফে বরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৯ আগস্ট) সন্ধ্যায় আরএমপির রাজপাড়া থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত মনিরুল রাজশাহী শ্রম অধিদপ্তরে উপ-পরিচালক হিসেবে কর্মরত।
পুলিশ জানায়, সোমবার (৯ আগস্ট) সকালে আট বছরের এক শিশু পুকুরে গোসল করতে যায়। সেখানে আগে থেকেই অবস্থান করছিলেন মনিরুল। মেয়েটি সাঁতার কাটতে গেলে মনিরুল পানির মধ্যে তার শ্লীলতাহানি করে। শিশুটি বাড়ি গিয়ে ঘটনাটি তার মাকে বলে এবং তার মা প্রতিবাদ জানাতে মনিরুলের বাসায় যান। তবে সেখানে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এ সময় স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে মনিরুলের বাসা ঘিরে রেখে পুলিশে খবর দেয়।
এ বিষয়ে রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, খবর পেয়ে সেখানে ফোর্স পাঠিয়ে মনিরুলকে হেফাজতে নেয়া হয়। সোমবার বিকেল শিশুটির মা বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় একটি মামলা দায়ের করেন। সন্ধ্যায় মনিরুলকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রিন্ট