রিপন সরকারঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে যৌথবাহিনীর অভিযানে মাদক ও দেশীয় অস্ত্রসহ ৪ জনকে আটক করা হয়েছে। গতকাল ২৭ জুলাই রবিবার রাতে উপজেলার গোলাকান্দাইল এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো গোলাকান্দাইল পূর্বপাড়া এলাকার দেলোয়ার হোসেনের ছেলে মোঃ রিয়ার হোসেন, মোঃ জাকির হোসেনের ছেলে সজীব মিয়া ও সাজ্জাদ হোসেন, মোঃ আসমত আলীর ছেলে দেলোয়ার হোসেন। এ সময় তাদের বাড়িতে তল্লাশি চালিয়ে, দেশীয় বাংলা মদ ৫ লিটার, ট্যাটা ১টি, ছুরি ১টি, রামদা ২টি, দা ২টি, খেলনা পিস্তল ১টি, হামার ১টি, ও বল্লম ১টি জব্দ করা হয়।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, যৌথবাহিনী অভিযান চালিয়ে মাদক ও দেশীয় অস্ত্রসহ ৪জনকে আটক করে রূপগঞ্জ থানায় হস্তান্তর করেছে। আটককৃতদের বিরুদ্ধে দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রিন্ট