হানিফ উদ্দিন সাকিবঃ
দূর্যোগপূর্ণ আবহাওয়ায় তিন নং সতর্ক সংকেত থাকায় হাতিয়ার সাথে মূলভ’খন্ডের নৌ-যোগাযোগ বন্ধ করে দিয়েছে প্রশাসন। শুক্রবার সকাল থেকে নলচিরা নৌপুলিশ ফাড়ির সদস্যরা ঘাটে গিয়ে সকল ধরনের যাত্রী পারাপার বন্ধ করে দেন।
এর আগে সকালে তিন নং সতর্ক সংকেত দেওয়ার পরপরই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আলাউদ্দিন বিভিন্ন ঘাটে মোবাইল করে যাত্রী পারাপার বন্ধ রাখার এই আদেশ দেন। এর পর থেকে হাতিয়ার নলচিরা- চেয়ারম্যান ঘাট রুটে চলাচলকারী সি-ট্রাক ও বেসরকারী বিভিন্ন যারবাহনে যাত্রী পারাপার বন্ধ রাখা হয়েছে।
এদিকে দূর্যোগপূর্ণ আবহাওয়ার কারনে বন্ধ রয়েছে ঢাকা-হাতিয়া রুটে যাত্রীবাহী জাহাজ চলাচল। একই ভাবে চট্রগ্রাম-হাতিয়া রুটে চলাচলকারী সরকারি জাহাজগুলো বন্ধ রাখা হয়েছে। সকালে নলচিরা ঘাটে গিয়ে দেখা যায় অসংখ্য লাইটার জাহাজ তীরের কাছাকাছি অবস্থান করছে। সাগর খুবই উত্তাল রয়েছে।
এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আলাউদ্দিন বলেন, দূর্যোগপূর্ণ আবহাওয়ার কারনে সকল ধরনের নৌ-যোগাযোগ বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত যাত্রী পারাপার একেবারে বন্ধ থাকবে। এছাড়া নদীতে মাছধরা ট্রলার গুলোকে উপক’লের কাছকাছি থাকতে বলা হয়েছে।
প্রিন্ট