মোঃ নূর -ই- আলম (কাজী নূর):
প্রয়াত কবি-সাহিত্যিকদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছে বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি), যশোর।
বুধবার (২৩ জুলাই) বিকাল ৫টায় শহরের পুরাতন কসবা বিমান অফিস মোড়ে ব্যাপ্টিস্ট চার্চ প্রাঙ্গণে প্রয়াত কবি বিনীত কুমার বিশ্বাস-এর প্রয়াণ দিবস উপলক্ষে আম গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন বিএসপির উপদেষ্টা কবি অধ্যাপক ড. সবুজ শামীম আহসান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি কবি আমির হোসেন মিলন।
বিএসপির সাধারণ সম্পাদক কবি গোলাম মোস্তফা মুন্না-র সঞ্চালনায় বিনীত কুমার বিশ্বাসের সাহিত্যকর্ম নিয়ে আলোচনা ও স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন— সংগঠনের সাবেক সভাপতি কবি আবু দাউদ মোসলেহ উদ্দিন রতন, কবিপুত্র ডা. অরুপ কুমার বিশ্বাস, অধ্যাপক অরুণ বর্মন, শরীফ হোসেন ধীমান, আজিজুর রহমান শিমুল।
এছাড়া উপস্থিত ছিলেন— কবি নূরজাহান আরা নীতি, সানজিদা ফেরদৌস, আমিনুর রহমান, সাংবাদিক কাজী নূর, শামসুজ্জামান স্বজন প্রমুখ।
জানতে চাইলে বিএসপির সহ-সভাপতি কবি আমির হোসেন মিলন বলেন, “বিদ্রোহী সাহিত্য পরিষদের সদস্য এমন ২১ জন কবি আমাদের ছেড়ে চিরতরে চলে গেছেন। তাদের প্রত্যেকের স্মরণে মৃত্যুবার্ষিকীতে একটি করে বৃক্ষরোপণ করা হবে। আজ ২৩ জুলাই কবি বিনীত কুমার বিশ্বাস-এর প্রয়াণ দিবস উপলক্ষে যশোর ব্যাপ্টিস্ট চার্চ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হলো। ২১ কবির মৃত্যুবার্ষিকীতে ধারাবাহিকভাবে এ কর্মসূচি পালন করা হবে।”