করোনা পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখাকে ১০টি অক্সিজেন সিলিন্ডার দিয়েছে গ্রামীণ ট্রাভেলস।
রোববার (৮ আগস্ট) দুপুরে বটতলা এলাকায় রেডক্রিসেন্ট সোসাইটির জেলা শাখার সাধারণ সম্পাদক আশিক আহমেদ ফারুকের হাতে সিলিন্ডারগুলো তুলে দেন গ্রামীণ ট্রাভেসলের চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব মোখলেসুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য আবু সুফিয়ান, সদর উপজেলা আওয়ামীলীগের সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল জলিল, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আব্দুল আওয়াল তুষার, পৌর ছাত্রলীগের সভপাতি ফয়সাল আহমেদ প্রমূখ।
এর আগে করোনা আক্রান্তদের নিরবচ্ছিন্ন অক্সিজেন সরবরাহ করতে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে করোনা ইউনিটে আরও ২০টি অক্সিজেন সিলিন্ডার দেয় গ্রামীণ ট্রাভেলস।
অক্সিজেন সিলিন্ডার ছাড়াও ৫টি অক্সিজেন কনসেনট্রেটর, ২০টি অক্সিজেন ফ্লো মিটার, ১০টি ন্যাসাল ক্যানুলা, ২০টি অক্সিজেন ফেস মাস্কসহ বিভিন্ন প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী প্রদান করে প্রতিষ্ঠানটি। উল্লেখ্য, ২০২০ সালে করোনার প্রথম ধাপে প্রায় ত্রিশ হাজার পরিবারের পাশে দাঁড়িয়ে জেলাজুড়ে বেশ আলোচিত হয়েছিলেন গ্রামীণ ট্রাভেসলের চেয়ারম্যান আলহাজ্ব মোখলেসুর রহমান।
প্রিন্ট